Abhijit Gangopadhyay: 'বিপ্লব দীর্ঘজীবী হতেই হবে', আদালতে বসে কেন এই কথা বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Published : Sep 05, 2023, 07:52 PM IST
Know what Calcutta High Court Justice Abhijit Gangopadhyay said in the interview

সংক্ষিপ্ত

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ১৭ নম্বর কোর্ট রুমে আইনজীবী ও উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। 

আবারও আলোচনায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর দেওয়া রায় শুধুমাত্র রাজ্য নয় দেশেও আলোচনা হয়েছে। রাজ্য রাজনীতিতে চর্চায় বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তাঁর রায় বা পর্যবেক্ষণ রীতিমত কোনঠাসা করেছে শাসক দলকেও। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানির সময় আবারও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যঃ

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ১৭ নম্বর কোর্ট রুমে আইনজীবী ও উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন,'আরতো কটা দিন আগে তারপর তো চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব।' আগামী বছর অগাস্ট মাসে অবসর নেবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিপ্লব দীর্ঘজীবী হোকঃ

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পরই আদালতে উপস্থিত আইনজীবী কল্লোল বসু তাঁর উদ্দেশ্য হাসির ছলে বলেন, 'বিপ্লব দীর্ঘজীবী হোক' । পাল্টা বিচারপতিও আইনজীবীর উদ্দেশ্যে বাম স্লোগান 'বিপ্লব দীর্ঘজীবী হোক' ছুঁড়ে দেন। তবে তিনি বলেন বিপ্লব দীর্ঘজীবী হতেই হবে।

আভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য- এদিন আদালতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, 'আমি দেরী করে এজলাসে আসি বলে অনেকেই ক্ষুব্ধ হয়। আমি চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে বসার। তবে আমি প্রতিদিন কটা মামলার সমাধান করেছে তা আমি সকলকে জানিয়ে যাব।' বিচারপতি এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে অনেকে।

কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একাধিক মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা হয়েছিল। সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতার অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা কেএমসি যদি শহরের একটি অননুমোদিত ভবন ভেঙে ফেলতে না পারে তাহলে উত্তর প্রদেশ থেকে বুলডোজার নিয়ে আসতে পারে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় একটি অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তা ভাঙা হয়নি। আদালত অবমাননার কথা বলেও তিনি উত্তর প্রদেশের প্রসঙ্গ টেনে আনেন। পাল্টা সরব হয়েছিল রাজ্যের শাসক দল।

আরও পড়ুনঃ

Bharat Vs India: দেশের নাম পরিবর্তন নিয়ে মমতা ও শুভেন্দু কী বললেন? ইন্ডিয়া বনাম ভারত- নতুন বিতর্ক

Amitabh Bachchan: অমিতাভ বচ্চনের সোশ্যাল মিডিয়া পোস্ট বাড়িয়ে দিল দেশের নাম পরিবর্তনের জল্পনা

Gang Rape: অশোকনগরে মদ খাইয়ে তরুণীকে অচৈত্য করে গণধর্ষণ, গ্রেফতার চার

 

 

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI