যোগ্য চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Published : Sep 01, 2025, 09:50 PM IST
calcutta high court

সংক্ষিপ্ত

SSC Scam News: এসএসসি অভিযান নিয়ে এবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কী বলল আদালত ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…. 

Calcutta High Court On SSC: এবার এসএসসি ভবন অভিযানে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। চিহ্নিত দাগি বা অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তাহলে যোগ্যদের আবার কেন পরীক্ষায় বসতে হবে? চাকরি ফেরতের দাবিতে সোমবার এসএসসি ভবন অভিযানের ডাক দেন চাকরিহারা যোগ্য শিক্ষক নেতা সুমন বিশ্বাস। 

সোমবার করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবন যাওয়ার আবেদন জানান চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাতে অনুমতি দেয়নি পুলিশ। অভিযান আটকাতে সকাল থেকেই তৎপর ছিল পুলিশ। বিধাননগর, করুণাময়ী চত্বর থেকে সল্টলেকের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। প্রিজন ভ্যানও তৈরি ছিল। সকালেই করুণাময়ী মেট্রো স্টেশন থেকে সুমন বিশ্বাসকে আটক করে পুলিশ। তারপরই আদালতের দ্বারস্থ হন সুমন।

সেই মামলার শুনানিতে সুমন বিশ্বাসকে স্কুল সার্ভিস কমিশনের দফতর আচার্য সদনে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, বিকাল চারটেয় স্কুল সার্ভিস কমিশনের দফতরে গিয়ে তাঁদের দাবি পেশ করতে পারবেন সুমন বিশ্বাস-সহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল। তবে মিছিল করার অনুমতি দেয়নি আদালত।

পরীক্ষায় বসার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অযোগ্যদের তালিকায় নাম থাকা চিহ্নিত দাগিদের একাংশ। মামলা দায়েরের অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্য্যের। আগামী কাল তথা মঙ্গলবারই শুনানির সম্ভাবনা। অপরদিকে, এসএসসি প্রকাশিত অযোগ্যদের তালিকাকে অসম্পূর্ণ দাবি করে, সেই তালিকাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হতে চলেছে সুপ্রিম কোর্টেও।

এবার এসএসসি-এর নতুন নিয়োগের পরীক্ষায় বসতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন 'দাগি' বা অযোগ্য শিক্ষকদের একাংশ। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। আগামীকাল তথা মঙ্গলবারই শুনানির সম্ভাবনা।

গত শনিবার রাতে সুপ্রিম কোর্টের নির্দেশে ১৮০৬ জনের অযোগ্য বা চিহ্নিত দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই সঙ্গে, আরও একটি তালিকা প্রকাশ করে এসএসসি। যাতে বলা হয়, মোট ১৪০০ জন দাগি পুনরায় নতুন নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। তাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়। এরপরই প্রায় ৩৫০ দাগি শিক্ষক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। 

তাঁদের অভিযোগ, কলকাতা হাইকোর্ট তাঁদের দাগি বলে চিহ্নিত করেনি। কিন্তু এসএসসি তাঁদের দাগি বা অযোগ্যদের তালিকায় ফেলেছে। তাই তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষায় অংশ নিতে পারছেন না। পাশাপাশি, সুপ্রিমকোর্ট চিহ্নিত অযোগ্যদের একাধিক ক্যাটাগরিতে ভাগ করতে নির্দেশ দিয়েছিল। কিন্তু এসএসসি তাও করেনি। তাই পরীক্ষায় বসার আবেদন জানিয়েই আদালতের দ্বারস্থ হন চিহ্নিত অযোগ্যদের তালিকায় নাম থাকাদের একাংশ। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা।

শুধু হাইকোর্ট নয়, এসএসসি প্রকাশিত অযোগ্যদের তালিকাকে চ্যালেঞ্জ করে মামলা হতে চলেছে সুপ্রিম কোর্টেও। এই তালিকা সম্পূর্ণ নয়। এর বাইরে আরও অনেক অযোগ্য রয়েছে। এমনকি, ২০১৬ সালের মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে বেআইনিভাবে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের নামও তালিকায় নেই। এই বিষয়ে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন আইনজীবী ফিরদৌস শামিম।

যদিও আজ সুপ্রিম কোর্টে এসএসসি জানিয়ে দিয়েছে যে তারা সমস্ত দাগি বা অযোগ্যদের বাদ দিয়েছে। এদিন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে একথা জানিয়েছেন এসএসসি-এর আইনজীবী।
 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today Live News: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী