অ-যোগ্যদের তালিকায় এত নাম কম কেন? সুপ্রিম প্রশ্নের জবাব দিলো এসএসসি

Published : Sep 01, 2025, 09:28 PM IST
supreme court

সংক্ষিপ্ত

SSC On Supreme Court: প্রকাশিত অ-যোগ্যদের তালিকায় এত কম জনের নাম কেন? সোমবার সুপ্রিম কোর্টের এই প্রশ্নের উত্তর জানাল রাজ্য স্কুল সার্ভিস কমিশন। 

SSC Scam Update: ৩০ অগাস্ট অর্থাৎ গত শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের বাতিল হওয়া চাকরিতে চিহ্নিত দাগি বা অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হয় ১৮২৬ জনের নামের তালিকা।

কিন্তু যোগ্য প্রার্থীদের একাংশের দাবি আরও অনেক অযোগ্যকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এসএসসির প্রকাশ করা অযোগ্যদের তালিকাকে চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিমকোর্টের দৃষ্টি আকর্ষণ করে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চে মামলা দায়েরের আবেদন জানান যোগ্য চাকরিহারাদের একাংশ।

জানা গিয়েছে, এদিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। যোগ্য চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে আইনজীবীরা আদালতে প্রশ্ন তোলেন, সিবিআই এর তালিকায় এর থেকেও অনেক বেশি অযোগ্যের নাম থাকলেও এসএসসির প্রকাশিত তালিকায় এত নাম কম কেন? বিচারপতি সঞ্জয় কুমার এসএসসি-কে জিজ্ঞাসা করেন সমস্ত অযোগ্যদের নাম তালিকায় রাখা হয়েছে কিনা এবং কোন অযোগ্য নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসার সুযোগ পায়নি তো?

তার উত্তরে এসএসসি-এর আইনজীবী আদালতকে জানান, কোনও অযোগ্য তালিকা থেকে বাদ পড়েননি। এবং কোনও অযোগ্য পরীক্ষায় যাতে বসতে না পারে সেই দিকে সতর্ক এসএসসি। অযোগ্যদের তালিকায় এত নাম কম কেন? তার উত্তরে কমিশনের আইনজীবী প্রীতিকা দ্বিবেদি জানান, সিবিআই এর সেই তালিকার সবাইকে নিয়োগ করা হয়নি। যারা নিযুক্ত হয়েছিল, কমিশন প্রকাশিত তালিকায় শুধু তাদের নামই আছে, যারা নিযুক্তদের মধ্যে দাগি।

এদিন সুপ্রিম কোর্ট আবারও কমিশনকে বলেন, কোনও অযোগ্য যেন পরীক্ষায় বসতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে। তার উত্তরে কমিশনের আইনজীবী আদালতকে জানান, কমিশন সেদিকে নজর রাখছে। দাগি অযোগ্যদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে।

অন্যদিকে, গত ৩০ অগাস্ট শনিবারই শীর্ষ আদালতের নির্দেশ মেনে অ-যোগ্যদের তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় রয়েছে মোট ১৮০৬ জনের নাম। যদিও এই নাম প্রকাশে খুশি নয়, যোগ্য চাকরিহারাদের একাংশ। তাদের দাবি, সিবিআইয়ের মামলায় চার্জশিটে আরও অযোগ্যদের নাম ছিল। সম্পূর্ণ নামের তালিকা দিক এসএসসি। সেই আবেদন জানিয়ে ফের সুপ্রিম কোর্টে মামলা করেন চাকরিহারাদের একাংশ।

সোমবার চাকরিহারাদের মামলার আবেদন সুপ্রিম কোর্টে যেতেই আদালত স্পষ্ট জানায় যে, বিষয়টি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনই খতিয়ে দেখুক। এমনকি আবেদনকারীদের অভিযোগ খতিয়ে দেখার জন্য এসএসসি-কে নির্দেশ দেয় আদালত। এমনকি এই বিষয়ে শীর্ষ আদালত স্পষ্ট জানায় যে, এসএসসি মামলায় আর বাড়তি চাপ নিতে তারা নারাজ।

একই বিষয় নিয়ে বারে-বারে এক মামলায় এবার মেজাজ হারাল দেশের শীর্ষ আদালতের বিচারপতিরা। যোগ্য চাকরিহারা মামলাকারীদের আবেদন নিয়ে সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় যে, এক জিনিস কেন বারবার মামলা করা হচ্ছে? শুধু তাই নয়, বিষয়টি রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনকে দেখার নির্দেশ দেয় আদালত। আর তারপরই যোগ্য-অযোগ্য তালিকা নিয়ে আদালতে স্পষ্ট বার্তা জানাল এসএসসি।
 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর