তিন লাইন জুড়তেই ভিড় বেড়েছে কলকাতা মেট্রোয়, পুজোর আগেই বিপুল আয় রেলের

Published : Sep 01, 2025, 09:04 PM IST
Kolkata Metro

সংক্ষিপ্ত

Today Metro News: মাসের শুরুতেই স্বাভাবিক ছন্দে মেট্রো পরিষেবা। সামনে এলো মেট্রোর যাত্রী পরিসংখ্যান। বিশদে জানতে পড়ুন আরও…

Kolkata Metro: আজ স্বাভাবিক মেট্রো পরিষেবা, যাত্রী সংখ্যা ৬ লক্ষেরও বেশি। সপ্তাহের প্রথম দিনে কলকাতার মেট্রো রেল পরিষেবা স্বাভাবিকভাবে চালু রয়েছে। নীল লাইন ও হলুদ লাইনে সকাল থেকে কোনও ধরনের ত্রুটি ছাড়াই মেট্রো চলাচল করছে। গত সপ্তাহে হলুদ লাইন চালু হওয়ার পর এবং সবুজ লাইনের পুরো রুট কমিশন হওয়ার পর নীল লাইনে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। যারফলে অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। তবে মাসের শুরু আর সপ্তাহের প্রথম দিনে নির্বিঘ্নেই মেট্রো পরিষেবা মিলেছে বলে জানিয়েছে মেট্রো ভবন।

এই বিষয়ে মেট্রো ও পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ কে. দেউস্কর সোমবার মেট্রোর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে মেট্রোর বর্তমান সমস্যাগুলি পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। যারফলে আজ সারাদিন মেট্রো চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ছিল। অধিকৃত তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নীল লাইনে ৪.১৭ লক্ষ এবং সবুজ লাইনে ১.৪৩ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। স্বাভাবিক ভাবেই আগের তুলনায় মেট্রোতে বেড়েছে যাত্রীদের সংখ্যা।

অন্যদিকে, গত ২২ অগাস্ট শুক্রবার প্রধানমন্ত্রীর হাত ধরে যুক্ত হয়েছে শিয়ালদহ হাওড়া মেট্রো লাইন। সেদিন থেকেই পরিষেবাও শুরু করেছিল মেট্রো । গত সপ্তাহের প্রথম দিন সোমবার টিকিট বিক্রির নিরিখে আরও জনপ্রিয় হল কলকাতা মেট্রোর গ্রিন লাইনের হাওড়া সেক্টর ফাইভ মেট্রো । সোমবারের টিকিট বিক্রির পরিসংখ্যান বলছে সপ্তাহের প্রথম কাজের দিন হাওড়া মেট্রো স্টেশনের কাউন্টার থেকে আট লক্ষ ৬৩ হাজার ৩২৬ টাকা এবং ইউপিআই-এর মাধ্যমে তিন লক্ষ ৯৩ হাজার ৮৭৫ টাকার টিকিট বিক্রি হয়েছে।

হাওড়া মেট্রো স্টেশন থেকে সোমবার ১২ লক্ষ ৫৭ হাজার ২০১ টাকার টিকিট বিক্রি হয়েছে। কলকাতা মেট্রোর পাঁচটি লাইনের যে ৬৩টি স্টেশন থেকে মোট টিকিট বিক্রি হয়েছে তার মধ্যে শীর্ষস্থানে হাওড়াই। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইন এবং রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারণের পরে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত বিস্তৃত অরেঞ্জ লাইনে যাত্রী পরিবহণ শুরু হয়েছিল সোমবার থেকে। সপ্তাহের প্রথম কাজের দিনে কলকাতা মেট্রোর কোন লাইন কতটা সফল হলো, সে দিকেই নজর ছিল সকলের। সোমবার রাতে পরিষেবা বন্ধ হওয়ার পরে মেট্রোর ব্লু, গ্রিন, পার্পল, অরেঞ্জ এবং ইয়েলো লাইনের টিকিট বিক্রির হিসেব করতে গিয়ে দেখা যায় এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৪৫ কিলোমিটার অংশে মেট্রো চলতে শুরু করতেই ভোল বদলে গিয়েছে হাওড়া মেট্রো স্টেশনের।

কলকাতা মেট্রো সূত্রের খবর , সোমবার পাঁচটি মেট্রোর লাইন মিলিয়ে এক কোটি ৬৬ লক্ষ চার হাজার ৪৬১ টাকার টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে ব্লু-লাইনে এক কোটি ন'লক্ষ ৯৭ হাজার ৯৪৪ টাকার। সোমবার ব্লু-লাইনে টিকিট বিক্রির নিরিখে সবার উপরে ছিল দমদম। এই স্টেশনে কাউন্টার থেকে সাত লক্ষ ২৩ হাজার ২৩০ টাকার এবং ইউপিআই থেকে দু'লক্ষ ১৩ হাজার ৯৩৫ টাকার অর্থাৎ দুটি মিলিয়ে ন'লক্ষ ৩৭ হাজার ১৬৫ টাকার টিকিট বিক্রি হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর