ফের ভোট হতে পারে ঘাটালে? হিরণের করা মামলায় দেবকে নোটিশ পাঠাল কলকাতা হাইকোর্ট

Published : Aug 02, 2024, 07:08 PM IST
DEV HIRAN

সংক্ষিপ্ত

শুক্রবার বিচারপতি বিভাস পট্টনায়েকের এই মামলার শুনানি ছিল। আদালতের নির্দেশ, নির্বাচন কমিশনকে ঘাটালে ভোটের দিন সকল কাগজপত্র, ভিডিও ফুটেজ, বৈদ্যুতিন নথি সংরক্ষণ করতে হবে। আগামী ৬ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে।

নির্বাচনের দিন থেকেই ভোটে কারচুপি, ছাপ্পার অভিযোগ তুলে সরব হয়েছিলেন হিরণ। পুনর্নির্বাচনের দাবিও জানিয়েছিলেন বিজেপি প্রার্থী। এবার তাঁর দায়ের করা মামলায় ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে নোটিশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নির্বাচনের দিন থেকেই ভোটে কারচুপি, ছাপ্পার অভিযোগ তুলে সরব হয়েছিলেন হিরণ।

পুনর্নির্বাচনের দাবিও জানিয়েছিলেন বিজেপি প্রার্থী। এবার তাঁর দায়ের করা মামলায় ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে নোটিশ দিল হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি বিভাস পট্টনায়েকের এই মামলার শুনানি ছিল। আদালতের নির্দেশ, নির্বাচন কমিশনকে ঘাটালে ভোটের দিন সকল কাগজপত্র, ভিডিও ফুটেজ, বৈদ্যুতিন নথি সংরক্ষণ করতে হবে। আগামী ৬ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে।

এদিকে ভোটের দিন থেকেই নির্বাচনে কারচুপি, ছাপ্পার অভিযোগে সুর চড়িয়েছিলেন হিরণ। পুনরায় নির্বাচনের দাবিও শোনা গিয়েছিল তাঁর কণ্ঠে। বিজেপি প্রার্থী বলেন, ‘ভোটের দিন কেশপুরে লুঙ্গি ডান্স করে প্রশাসনের ষড়যন্ত্রে গণতন্ত্রের হত্যা হয়েছে। সেই কারণে কেশপুরের মানুষের কাছে ক্ষমা চাইছি’।

শুক্রবার বিচারপতি বিভাস পট্টনায়েকের এই মামলার শুনানি ছিল। আদালতের নির্দেশ, নির্বাচন কমিশনকে ঘাটালে ভোটের দিন সকল কাগজপত্র, ভিডিও ফুটেজ, বৈদ্যুতিন নথি সংরক্ষণ করতে হবে। আগামী ৬ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে। উল্লেখ্য, হিরণের পাশাপাশি বসিরহাট, কোচবিহার, ডায়মন্ড হারবার এবং আরামবাগের পরাজিত বিজেপি প্রার্থীরা নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

এরপর প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ওই পাঁচটি মামলা পাঁচজন পৃথক বিচারপতি বেঞ্চে পাঠিয়ে দেন। শুক্রবার বিচারপতি বিভাস পট্টনায়েকের এজলাসে হিরণের দায়ের করা মামলার শুনানি হয়েছে। এর আগে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের দায়ের করা মামলার শুনানি হয়েছিল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ডিএ মামলার রায় থেকে শুরু করে মেজাজ হারালেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মহম্মদ নবি, সারাদিনের খবর জানুন এক ক্লিকে
নবান্নে শুরু তোড়জোড়! বাড়ছে DA- তৈরি হবে সপ্তম বেতন কমিশনও? নতুন বছরে বিরাট আপডেট