RG Kar Case: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি 'বেআইনি' , শুক্রবার মামলার শুনানি কলকাতা হাইকোর্টে

Published : Oct 03, 2024, 08:24 PM IST
rg kar hospital case Calcutta High Court granted permission to march on October 1 Calcutta Police questioned about the crowd bsm

সংক্ষিপ্ত

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধেই কলতাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর দাবি, আইনের বিরুদ্ধে গিয়েই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছে।

জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। সুপ্রিম কোর্টের অবমাননা করেছে জুনিয়র ডাক্তাররা। তেমনই অভিযোগ করে মামলা দায়ের করা হয়েছে। আরজি করের মহিল চিকিৎসকরের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে পূর্ণ কর্মবিরতিতে গেছে জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি নিজেদের নিরাপত্তারও দাবি জানিয়েছে তারা। এই অবস্থায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রতিবদ জানিয়েছে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে স্বেচ্ছ্বাসেবী সংগঠনের প্রধান।

সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল কর্মবিরতি তুলে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। পাল্টা জুনিয়র ডাক্তাররা জানিয়েছিল কর্মস্থলে তাঁদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারছে রাজ্য সরকার। পাশাপাশি আরজি কর কাণ্ডে প্রকৃত অপরাধী কে বা কারা - তা এখনও স্পষ্ট করেনি সিবিআই। অন্যদিকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর কারণে মৃতের পরিবারের সদস্যরা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর চড়াও হয়। তারপরই পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার জুনিয়র ডাক্তাররা ১০ দফা দাবি সামনে রেখেই কর্মবিরতির ঘোষণা করে।

কিন্তু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধেই কলতাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর দাবি, আইনের বিরুদ্ধে গিয়েই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছে। তাই মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে। আগেই সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ না মেনে আইনের বিরুদ্ধে গিয়ে পূর্ণ কর্মবিরতি করছেন তাঁরা। এতে আদালত অবমাননা হচ্ছে। মামলাকারী ওই ব্যক্তির আবেদন, এই কর্মবিরতি তুলে দেওয়ার জন্য রাজ্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিক উচ্চ আদালত।

মামলাকারীর আইনজীবী বলেছেন আইনের বাইরে গিয়ে কর্মবিরতি করছেন জুনিয়র ডাক্তাররা। তারা এটা করতে পারেন না। তাই আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্যই মামলা দায়ের করা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

জর্ডনের রানী সর্বথ ইকরামুল্লাহর সঙ্গে কলকাতা ঘনিষ্ট যোগ, বিয়ে হয়েছিল করাচিতে- চিনুন এই মহিলাকে
Aroop Biswas : 'মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন' কুণালের মন্তব্যের পাল্টা দিল বিজেপি, কংগ্রেস