সেই রাতে বন্ধুর সঙ্গে দেদার মধ্যপান সঞ্জয় রায়ের! সিবিআই চার্জশিটে হাড়হিম করা তথ্য

Published : Oct 11, 2024, 12:30 PM IST

আরজি কর কাণ্ডে এখনও পর্যন্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায়। তার সম্পর্কে সিবিআই চার্জশিটে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। 

PREV
110
আরজি কাণ্ডে মূল অভিযুক্ত

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতেলে চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়। সিবিআই-এর চার্জশিটে তেমনই দাবি করা হয়েছে। সাপ্লিমেন্টরি চার্জশিটে নাম রয়েছে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের।

210
সঞ্জয় রায়

সিভিক ভালান্টিয়ার সঞ্জয় রায়। আরজি কর হাসপাতালে কর্মরত ছিল। কিন্তু একজন তরুণী চিকিৎসকের কাছে যাওয়ার ছাড়পত্র তার ছিল না।

310
সিবিআই চার্জশিটে

আরজি করে খুন ও ধর্ষণকাণ্ডে প্রথম চার্জশিট পেশে করেছে সিবিআই। সেখানেই রয়েছে সঞ্জয় সম্পর্কে হাড়হিম করা করা তথ্য।

410
মদ্যপানের

সিবিআই চার্জশিটে বলা হয়েছে, গত ৮ আগস্ট থেকে ৯ আগস্ট ভোররাত পর্যন্ত তিন তিনবার মদ্যপান করেছিল সঞ্জয় রায়।

510
মদ্যপানের স্থান

সূত্রের খবর সিবিআই চার্জশিটে উল্লেখ রয়েছে সেই রাতে আরজি কর হাসপাতালের পিছন দিকে বসেই মদ্যপান করেছিল সঞ্জয়।

610
টাকা কার?

সিবিআই সূত্রের খবর, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় নিজের টাকায় নয়, অন্য এক ব্যক্তির টাকা দেদার মদ্যপান করেছিল সেই রাতে। কিন্তু কে সেই ব্যক্তি!

710
পুলিশের টাকা!

সিবিআই সূত্রের খবর সেই রাতে সঞ্জয় রায় এক পুলিশ কর্মীর টাকায় দেদার মদ্যপান করেছিল।

810
বন্ধুর সঙ্গে মদ্যপান

সিবিআই সূত্রের খবর সেই রাতে পুলিশ কর্মীর টাকা আরজি করের পিছনে বসে বন্ধুর সঙ্গে দেদার মদ খেয়েছিল।

910
মদ্যপ অবস্থাতেই খুন

সিবিআই সূত্রের খবর মদ্যপ অবস্থাতেই সঞ্জয় রায় আরজি করের নির্যাতিতাকে খুন করেছিল। ধর্ষণ করেছিল।

1010
কিন্তু সঞ্জয় কি একাই দোষী

আরজি করের নির্যাতিতাকে খুন ও ধর্ষণের কাণ্ডে এখনও পর্যন্ত একজনকেই দায়ী করেছে সিবিআই। সঞ্জয় রায় খুন ও ধর্ষণে যুক্ত বলেও দাবি করা হয়েছে।

click me!

Recommended Stories