১০ দফা দাবি মেটাতে মুখ্যমন্ত্রী মমতাকে চিঠি ডাক্তারদের, সরকারের ওপর চাপ বাড়াতে ধর্মতলায় মহাসমাবেশ

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের ষষ্ঠদিন। এদিন একাধিক বড় কর্মসূচি ঘোষণার পাশাপাশি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা। ১০ দফা দাবি মিটিয়ে দিতে ডাক্তারদের আবেদন মুখ্যমন্ত্রীর কাছে।

 

Saborni Mitra | Published : Oct 11, 2024 5:01 AM IST
110
ষষ্ঠদিনে অনশন

জুনিয়র ডাক্তারদের অনশন শুক্রবার ষষ্ঠদিনে পড়ল। শনিবার রাত থেকে শুরু হয়েছিল অনশন।

210
১৩০ ঘণ্টা পার

জুনিয়র ডাক্তারদের অনশনের ১৩০ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। কিন্তু এখনও রাজ্য সরকার কোনও সদর্থক পদক্ষেপ করেনি বলেও অভিযোগ প্রতিবাদীদের।

310
আবার চিঠি

এই অবস্থায় অষ্টমীর দিন জুনিয়র ডাক্তাররা আবারও চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স-এর পক্ষ থেকে লেখা হয়েছে চিঠি।

410
চিঠিতে আবেদন

চিঠিতে আবেদন করা হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের যাবতীয়দাবি মেটাতে সরকারকে হস্তক্ষেপ করতে হবে।

510
আগেও একই আবেদন

আন্দোলনকারীরা জানিয়েছেন, এর আগেও একাধিকবার এই একই আবেদন করে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তাঁরা। কিন্তু কোনও সুরাহা হয়নি। তারপরেও রাজ্যের অভিভাবক হিসেবে আরও একবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।

610
ধর্মতলায় সমাবেশের ডাক

অন্যদিকে আরজি কর আন্দোলন নিয়ে সপকারের ওপর চাপ বাড়াতে বড় পদক্ষেপ জুনিয়র ডাক্তারদের। এক গুচ্ছ কর্মসূচি ঘোষণা। যারমধ্যে রয়েছে আজ ধর্মতলায় সমাবেশের ডাক।

710
জুনিয়র ডাক্তারদের আবেদন

ধর্মতলায় যারা অনশন করছেন তাদের প্রতি সমর্থন জানিয়ে আজ বিকেলে ধর্মতলার সমাবেশকে মহাসমাবেশ তৈরি করার আবেদন জানিয়েছেন।

810
অসুস্থ অনিকেত

অন্যদিকে ধর্মতলায় অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনিকেত মাহাতো। তাঁকে ভর্তি করতে হয়েছে আইসিইউতে।

910
একের পর এক বৈঠক ব্যার্থ

১০ দফা দাবি নিয়ে অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। ১০ দফা দাবি না মেটা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। ১০ দফা দাবির মধ্যে হাসপাতালের নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে।

1010
সাধারণের জন্য

জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানান হয়েছে,১০ দফা দাবি শুধুমাত্র তাদের নিজেদের জন্য নয়। এই দাবি পুরাণ হলে হাসপাতালে দালাল রাজ ভাঙবে। সুবিধে পাবেন রাজ্যের সাধারণ মানুষ।

Share this Photo Gallery
click me!

Latest Videos