বহাল তবিয়েতে সন্দীপ-অভিজিৎ! কেন CBI ১ বছরেও চার্জশিট দাখিল করতে পারল না RG Kar-কাণ্ডে

Published : Aug 09, 2025, 10:26 AM IST

RG Kar মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসর হত্যার পরে কেটে গেছে এক বছরেরও বেশি সময়। কিন্তু এখনও বহাল তবিয়েতেই রয়েছেন হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার সেই সময়ের ওসি অভিজিৎ মণ্ডল।

PREV
15
চার্জশিট-হীন সন্দীপ-অভিজিৎ

RG Kar মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসর হত্যার পরে কেটে গেছে এক বছরেরও বেশি সময়। কিন্তু এখনও বহাল তবিয়েতেই রয়েছেন হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার সেই সময়ের ওসি অভিজিৎ মণ্ডল। দুই জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল। ঘটনার তদন্ত কলকাতা পুলিশের হাত থেকে গিয়েছিল সিবিআইয়ের কাছে। কিন্তু গত ১২ মাসেই দুই জনের বিরুদ্ধে এখনও সাপ্লিমেন্টারি চার্জশিটও পেশ করতে পারেনি কেন্দ্রীয় সংস্থা।

25
উঠছে অভিযোগ

বছর ঘুরতেই RG Kar ইস্যুতে উত্তাল রাজ্য। একাধিক প্রতিবাদ কর্মসূচি নিয়েছে হাসপাতালে নিহত নির্যাতিতার পরিবার। আন্দোলনে সামিল হয়েছে হয়েছে জুনিয়র চিকিৎসকরাও। সেখান থেকে নতুন করে কেন্দ্রীয় সংস্থা ও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে উঠছে তদন্তে গাফিলতির অভিযোগ। কেন্দ্রীয় তদন্ত সংস্থার নিষ্ক্রীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররাও। সোচ্চার হয়েছে নির্যাতিতার পরিবারও।

35
গ্রেফতার ১

RG Kar-কাণ্ডে এখনও পর্যন্ত দোষী সাব্যস্ত করা হয়েছে একজনকে। সিভিক পুলিশ সঞ্জয় রয়েছে জেলে। তথ্য প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের অভিযোগ প্রথম থেকেই উঠেছিল। কিন্তু সেই মামলায় গ্রেফতার করা হয়েছিল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও। কিন্তু সেই মামলায় দুজনের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও চার্জশিট দাখিল করতে পারেনি CBI। দুজনেই জামিনে মুক্ত রয়েছে।

45
কেন চার্জশিট দাখিল হয়নি?

অক্টোবর মাসে প্রথম চার্জশিট পেশ করেছিল CBI। সেই সময় নাম ছিল একমাত্র সঞ্জয় রায়ে। কিন্তু সেই চার্জশিটে নাম ছিল না সন্দীপ ও অভিজিতের। প্রশ্ন কেন চার্জশিটেন দুই জনের নাম নেই। এই ক্ষেত্রে CBI সুপ্রিম কোর্টে তদন্তের একটি স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে। সূত্রের খবর তাতে বলা হয়েছে ফিঙ্গার প্রিন্ট গায়েব ও অভিযোগ দায়েরের ক্ষেত্রে গড়িমসিকে রিপোর্টে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়েনি।

55
CBIতে রদবদল

বছর ঘোরার সঙ্গে সঙ্গেই তদন্তের গতি কমতে শুরু করেছে বলেও অভিযোগ উঠেছে। CBI সূত্রের খবর., কলকাতার অ্যান্টি কোরাপশন ব্যাঞ্চের IG পঙ্কজ কুমার সিং-কে বদলি করা হয়েছে দিল্লির স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে। তিনি মূলত RGKar দুর্নীতি মামলার তদন্তের দায়িত্বে ছিলেন। অন্যদিকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে থাকা সত্যবীর সিংকে বদলি করা হয়েছে অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চে। যার কারণে নতুনদের গোটা বিষয়টি বুঝতে সমস্যা হচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories