শনিবার অভয়ার মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে মৃত তরুণীর পরিবার। যদিও পুলিশের তরফে এই অভিযানে বিশৃঙ্খলা এড়াতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, হাওড়ার সাঁতরাগাছি, ফোরশোর রোডের বাঁশতলা মোড়, জিটি রোড লাগোয়া হাওড়া ময়দান। এইসব গুরুত্বপূর্ণ মোড়ে লোহার বিম ঢালাই করে ব্যারিকেড বসানো হয়েছে । ব্যারিকেডগুলিকে শক্ত করে আটকে দেওয়া হয়েছে। ১০ ফুট উঁচু গার্ডরেল যাতে কোনওভাবেই তা ভেঙে পেরনো সম্ভব না হয়।এছাড়াও মল্লিক ফটক, কাজীপাড়া, ব্যতাই তলা সহ আরও বেশ কিছু জায়গায় বাঁশ ও লোহার তৈরি অতিরিক্ত ব্যারিকেড বসানো হয়েছে। প্রশাসনের দাবি, বিশৃঙ্খলা ঠেকাতেই এই ব্যবস্থা।
26
শহরের মোট ১৯ জায়গায় কড়া নিরাপত্তা
এজেসি বসু রোডে টার্ফ ভিউয়ের সামনে, হেস্টিংস মোড়, খিদিরপুর ১১ ফার্লং গেট এবং হাওড়া সেতুতে স্টিলের ব্যারিকেড, কন্টেনার এবং জলকামান বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও শহরের মোট ১৯টি জায়গায় ব্যারিকেড বসবে। বিদ্যাসাগর সেতুর মুখেও ব্যারিকেড বসানো হবে। পাশাপাশি, সাঁতরাগাছিতে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী কন্ট্রোল রুম । লোহার কন্টেনারেই থাকবে পুলিশের এই বিশেষ নজরদারি ইউনিট।
36
কোথায়-কোথায় জমায়েতে অনুমতি পুলিশের?
সূত্রের খবর, হাওড়ায় সাঁতরাগাছি বাস স্ট্যান্ড ও কলকাতায় রানি রাসমণি রোডে জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। তবে পুলিশি বিধিনিষেধ সত্ত্বেও নবান্ন অভিযান হবে বলে জানিয়েছেন নিহত চিকিৎসক তরুণীর বাবা-মা।
লালবাজার সূত্রে জানা গিয়েছে যে, বিদ্যাসাগর সেতুর আশপাশে যেখানে ব্যারিকেড হচ্ছে, সেখানে দায়িত্বে থাকবেন একাধিক অ্যাডিশনাল সিপি, ডিসি এবং এসি পদমর্যাদার অফিসার ও তাঁদের বাহিনী। হাওড়া সেতুতে থাকবেন এক জন করে অ্যাডিশনাল সিপি, ডিসি পদমর্যাদার অফিসার। কোনও রকম অশান্তি-বিশৃঙ্খলা যাতে না হয় তা এড়াতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
56
হাওড়া সিটি পুলিশের বিশেষ পদক্ষেপ
হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, মোতায়েন থাকবেন অন্তত ৪২ জন আইপিএস অফিসার। থাকছেন একাধিক আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসার। কলকাতা এবং হাওড়ার পুলিশের সঙ্গে জেলা থেকে প্রায় ১৫০০ জন পুলিশকর্মীকে নিয়ে আসা হচ্ছে । থাকছে জলকামান, র্যাফ, কমব্যাট ফোর্স ।
66
অরাজনৈতিক আন্দোলন
৯ অগাস্ট ২০২৪ থেকে ৯ অগাস্ট ২০২৫। আরজি.কর হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক তরুণী হত্যাকাণ্ডের একবছর। মেয়ের মৃত্যুর বিচার পেতে অভয়ার বাবা-মায়ের তরফে শনিবার অরাজনৈতিক আন্দোলনের ডাত দেওয়া হয়েছে। করা হবে নবান্ন অভিযান। হাইকোর্টের তরফে এই মিছিলে ছাড়পত্র মিললেও অভিযানের ব্যাপারে কলকাতা পুলিশের কাছে শুক্রবার রাত পর্যন্ত কোনও লিখিত আবেদন জানানো হয়নি বলেই জানা গিয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই জানিয়েছে কলকাতা পুলিশ।