ঘটনার আগে কোন কোন রাস্তায় ঘুরেছিলেন অভিযুক্ত? সিসিটিভি ফুটেজ নিতে লালবাজারে সিবিআই

আরও তৎপর সিবিআই (CBI)। আর জি কর কাণ্ডে সোমবার, কলকাতা পুলিশের (Kolkata Police) সদর দফতর লালবাজারে গেল সিবিআই-এর বিশেষ একটি দল। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে দক্ষিণ কলকাতার কিছু এলাকা ঘুরে সিবিআই-এর ঐ দলটি সোজা পৌঁছে যায় লালবাজারে (Lalbazar)।

আরও তৎপর সিবিআই (CBI)। আর জি কর কাণ্ডে সোমবার, কলকাতা পুলিশের (Kolkata Police) সদর দফতর লালবাজারে গেল সিবিআই-এর বিশেষ একটি দল। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে দক্ষিণ কলকাতার কিছু এলাকা ঘুরে সিবিআই-এর ঐ দলটি সোজা পৌঁছে যায় লালবাজারে (Lalbazar)।

সূত্রের খবর, কলকাতার বিভিন্ন রাস্তায় বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতেই সেখানে যান তারা। আর জি কর হাসপাতালের সেই ঘটনার আগে অভিযুক্ত যে সব রাস্তায় গেছেন, সেইসব জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে আগেই।

Latest Videos

এবার তদন্তকারীরা জানতে পেরেছেন যে, সেই রাতে ঘটনার ঠিক আগে যৌনপল্লিতেও যান অভিযুক্ত সঞ্জয়। তাই সেখানকার রাস্তার সিসিটিভি ফুটেজও সিবিআই সংগ্রহ করছে বলে জানা যাচ্ছে।

আর জি কর (RG Kar) কাণ্ডে এর আগে কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিক এবং এই মামলার তদন্তের দায়িত্বে থাকা বিশেষ তদন্তকারী দল, অর্থাৎ সিট-এর সদস্য সহ টালা থানার ওসিকেও তলব করে সিবিআই। টালা থানার ওসি সিজিও দফতরে গিয়ে তদন্ত সম্পর্কিত বেশকিছু নথি সিবিআই-এর হাতে তুলেও দেন বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

অন্যদিকে, সোমবার নির্যাতিতার বাড়িতেও যায় সিবিআই-এর অপর একটি দল। গত বৃহস্পতিবারও সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি বিশেষ দল তাঁর বাড়িতে গেছিল। সেই দলে ছিলেন সিবিআই-এর যুগ্ম ডিরেক্টর নিজেও। সেদিন মৃত চিকিৎসকের ডায়েরি এবং বইপত্র ঘেঁটে দেখেন তদন্তকারীরা। তবে সোমবার ফের কেন একবার সিবিআই-এর দল তাঁর বাড়িতে গেছে, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, সোমবার চতুর্থবারের জন্য সিবিআই দফতরে হাজিরা দিলেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কেন বারবার সন্দীপকে তলব করা হচ্ছে, তাও এখনও স্পষ্ট নয় অনেকের কাছেই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' ঢাকাকে চরম বার্তা মোদীর! | PM Modi
প্রসূতি মৃত্যুর ঘটনায় Medinipur মেডিক্যাল কলেজ পরিদর্শনে June Malia, দেখুন কী বললেন
Kolkata-এ ফের নির্মাণ বিপর্যয়! Dankuni-তে ব্রিজ ভেঙে চরম বিপত্তি, দেখুন | Kolkata News | Hooghly
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News
মুহূর্তেই ধসে গেল গোটা ফ্লাট! সামনে আসলো সেই ভয়াবহ মুহূর্তের ভিডিও, দেখুন | Baghajatin Latest News