আরজি কর মেডিক্যাল কলেজ হসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে এখনও পর্যন্ত খুনের মোটিভ বার করতে পারেনি সিবিআই। খুনি কে তাও স্পষ্ট নয়। এই অবস্থায় সামনে এল সিসিটিভি ফুটেজের রহস্য।
সিবিআই সূত্রের খবর আরজি কর হাসপাতালের ৮ আগস্ট রাত থেকে ৯ আগস্ট সকালবেলা পর্যন্ত সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তাতে সেই সন্দীপের বড় তথ্য।
410
সন্দীপ ঘোষ কি এসেছিল হাসপাতালে
সিবিআই সূত্রের খবর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে স্পষ্ট ধারনা হয়েছে সন্দীপ ঘোষ ঘটনার দিন রাতে আরজি কর হাসপাতালে আসেননি। তিনি আসসেননি ভোরবেলাতে।
510
সন্দীপের অনুপস্থিতি
সিবিআই সূত্রের খবর ঘটনার দিন রাতে ও পরের দিন সকালে সন্দীপের হাসপাতালে আসার কোনও তথ্য তাদের হাতে নেই। তাই সন্দীপকে কাঠগড়ায় তুলতে তাদের ভরসা মোবাইলফোনের কল রেকর্ড।
610
৫৩টি সিসিটিভি ফুটেজ
আরজি কর হাসপাতালের রহস্য উদঘাটনে সিবিআই-এর বড় ভরসা হাসপাতাল ও আসপাশের সিসিটিভি ফুটেজ। হাসপাতালের ৫৩টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে সিবিআই। প্রত্যেটি সিসিটিভি ফুটেজের ফ্রেম টু ফ্রেম বিশ্লেষণ করেছে।
710
দুটি সিসিটিভির ওপর নজর
সিবিআই সূত্রের খবর ক্রাইম স্পষ্ট ছিল সেমিনার রুম। আর সেই কারণে আরজি কর হাসপাতালের চারতলার দুটি সিসিক্যামেরার ওপর বিশেষ নজর ছিল সিবিআই-এর।
810
ক্রাইম সিন কি সেমিনার রুম!
সিবিআই সুপ্রিম কোর্টে দাবি করেছিল ক্রাইম সিন বদলে দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর ছিল ঘটনা অন্যত্র ঘটনা হয়েছে। কিন্তু নির্যাতিতাকে সেমিনার রুমে নিয়ে আসার প্রমাণ এখনও নেই ।
910
প্রমাণ লোপাটের অভিযোগ
সিবিআই সূত্রের খবর আরজি কর হত্যাকাণ্ডের প্রমাণ লোপাটে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিশেষ ভূমিকা ছিল। আর সেই কারণে সিসিটিভি ফুটেজে তাদের হদিশ না পাওয়ায় তদন্তকারীদের পুরোপুরি ভরসা করতে হবে মোবাইল ফোনের কল রেকর্ডের ওপর।
1010
সঞ্জয় রায় ও দুই চিকিৎসক
সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায় ও দুই চিকিৎসককে ঘটনার দিন রাতে সেমিনার হলে যাওয়া আসা করতে দেখা গেছে। সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে। দুই চিকিৎসকের বয়ানেও সন্তুষ্ট সিবিআই। তাই প্রশ্ন কে খুন করল আরজি করের তরুণী চিকিৎসককে।