শনির দুপুরে কি তৈরি হবে আন্দোলনের নয়া রোড ম্যাপ? গণ-কনভেনশনের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা

ডাক্তারদের আন্দোলনের আরও একটি পর্যায় সম্ভবত রচিত হতে চলেছে শনিবার দুপুরে।

Subhankar Das | Published : Oct 25, 2024 1:28 PM IST / Updated: Oct 26 2024, 01:24 AM IST
110
গোটা দেশের বুকে কার্যত নজিরবিহীন আন্দোলন (Protest)

কলকাতায় জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) লাগাতার ‘আমরণ অনশন’ গোটা রাজ্য তথা দেশের বুকেই নজির তৈরি করেছে।

210
‘তিলোত্তমা’-র বিচার সহ ১০ দফা দাবিতে আন্দোলনে শামিল হন তারা

শহরের বুকে ধর্মতলায়, পুজোর মাঝেই চলতে থাকে তাদের প্রতিবাদ (protest) কর্মসূচি। এমনকি, অষ্টমী-নবমীর সন্ধ্যায় মহা-সমাবেশেরও ডাক দেন তারা।

310
ফলে, সরকারের উপর ক্রমশই চাপ বাড়াতে থাকেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)

আর তাদের সঙ্গে যোগ দেন সিনিয়র ডাক্তাররাও (Senior Doctors)

410
শুধু তাই নয়,

প্রচুর সাধারণ মানুষও তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে এসে দাঁড়ান।

510
ধর্মতলার অনশন মঞ্চ থেকেই আন্দোলনকারীরা ‘দ্রোহের কার্নিভাল’-এর ডাক দেন

ঠিক যেদিন সরকারের তরফ থেকে আয়োজিত হয়েছিল পুজোর কার্নিভাল। তারিখটা ছিল, ১৫ অক্টোবর, ২০২৪

610
যতই সময় যাচ্ছিল, ততই যেন বাড়ছিল আন্দোলনের তেজ

কয়েকদিন আগে এই ধর্মতলার বুকেই ডাক্তাররা আরও একটি কর্মসূচি পালন করেন, নাম ছিল ‘চিৎকার সমাবেশ’

710
প্রতিবাদ দেখা যায় ডার্বির দিন যুবভারতীর বাইরেও

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ডাক্তারদের প্রতিটি কর্মসূচিতেই (Campaigns) প্রচুর সাধারণ মানুষ যোগ দেন। শেষপর্যন্ত, নবান্নে বৈঠক ডেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠকে বেশিরভাগ দাবিই তিনি মেনে নেওয়ার কথা জানান। এরপরই ডাক্তাররা অনশন তুলে নেন।

810
আর এবার তারা একটি গন-কনভেনশনের (Mass-Convention) ডাক দিলেন

২৬ অক্টোবর, শনিবার দুপুর ৩টেয় আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের পিজেবি অডিটোরিয়ামে এই গন-কনভেনশনের ডাক দিয়েছে 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’

910
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতি

এই গন-কনভেনশনকে ঘিরে ইত্যিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা।

1010
তাহলে কি প্রতিবাদের আগুনে নিজেদের আরও একবার ঝালিয়ে নিতে চাইছেন জুনিয়র ডাক্তাররা?

সেই জল্পনাই তুঙ্গে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos