'ইয়ে মেরি জিম্মেদারি হ্যায়, ম্যায় সামহালুঙ্গা', বঙ্গ রাজনীতিতে মতুয়া ভোট নিয়ে অকপট অমিত শাহ

Published : Dec 31, 2025, 10:54 AM IST

Amit Shah On Matua Election: রাত পোহালেই বছর শেষ। নতুন বছরের মাস চারেক পরই বেজে যাবে বিধানসভা ভোটের দামামা। তার আগে বঙ্গ সফরে এসে মতুয়া ভোট নিয়ে বড় কথা বলে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
বাংলায় কোন পথে মতুয়া ভোট?

সারাদেশজুড়ে চলছে এসআইআর-এর কাজকর্ম। বাংলাতেও চলছে ভোটার তালিকা নিবিড় সমীক্ষার শুনানি। যদিও সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে কারও ভোটাধিকার পাওয়ার আগে তাকে ভারতের বৈধ বাসিন্দা বা নাগরিক হতে হবে। তারপরই মিলবে ভোটাধিকার। এবার এই ইস্যুতে মতুয়া ভোটকে সামনে রেখে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  

25
কী বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

মঙ্গলবার বঙ্গ সফরে এসে মতুয়া ভোট ও বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে মুখ খোলেন মোদীর ডেপুটি অমিত শাহ। তিনি বলেন, ‘’আমরা সরকার গড়বো । ভাববার কিছু নেই । মতুয়া রাজবংশী দের ভোট- “ম্যায় জমিদার হু। আপ কাই সোচ নে কা বাত নেহি হ্যায়।” আব কি বার ২০০ পার - এবার এই শ্লোগান নেই । দু তৃতীয় অংশীদার দরকার বলেও জানান তিনি।

35
মোদি মমতা জোট নিয়ে বিস্ফোরক শাহ

এদিন মোদী-মমতা আঁতাত ও জোট ইস্যুতেও মুখ খোলেন তিনি। অমিত শাহ বলেন-''তাহলে এত নেতারা বিভিন্ন প্রদেশ থেকে এখানে এসেছে তাদের তুলে নিই । এক কোটি কোটি টাকার খরচের দরকার কি ? আমি কেন তিন ধরে এখানে বৈঠক করছি ? আপনারা আপনাদের লড়াই করুন । আমরা সব তুলে নিয়েছি। বুথগুলো ঠিক করুন। ওটাই আসল।‌ প্রচারের কর্মসূচি ঠিক করুন। কীভাবে প্রচার হবে তার তালিকা ঠিক করুন।''

45
আর কী বললেন অমিত শাহ?

‘’মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গে উন্নয়ন থেমে গেছে। মোদীর শুরু করা সমস্ত কল্যাণমূলক প্রকল্প এখানে তোলাবাজি সিন্ডিকেটের শিকার হয়েছে। গত ১৪ বছর ধরে ভয় ও দুর্নীতি পশ্চিমবঙ্গের পরিচয় হয়ে উঠেছে।''

55
বঙ্গ ভোটে জয় নিয়ে আশাবাদী অমিত শাহ

‘’১৫ এপ্রিল, ২০২৬-এর পর, যখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হবে, আমরা বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির পুনরুজ্জীবন শুরু করব। এই 'বঙ্গভূমি' আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিজেপি গঠন করেছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি এখানকার একজন বড় নেতা ছিলেন''।

Read more Photos on
click me!

Recommended Stories