বর্ষবরণের রাতে কলকাতায় কড়া হাতে ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন পথে যাবেন গন্তব্যে? জানুন এক ক্লিকে

Published : Dec 31, 2025, 09:28 AM IST

Today Kolkata Road Update: বছর শেষের সন্ধ্যায় সবাই মাতবে পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর আনন্দে। আর তাইতো বুধবার সকাল থেকেই শহরের একাধিক রাস্তায় থাকবে যান নিয়ন্ত্রণ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
যান চলাচলে নিয়ন্ত্রণে বিজ্ঞপ্তি জারি

রাত পোহালেই বছর শেষ। শুরু হবে নতুন বছর ২০২৬। তার আগে বর্ষবরণের রাতে কলকাতার একাধিক রাস্তায় থাকবে যান নিয়ন্ত্রণ। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি শহরে একাধিক রাস্তা ‘ওয়ান ওয়ে’ থাকবে বলে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, নতুন বছরের আনন্দ উদযাপন নির্বিঘ্ন করতে কলকাতা শহরে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ কলকাতা পুলিশের। ৩১ ডিসেম্বর ২০২৫ (নিউ ইয়ার্স ইভ) এবং ১ জানুয়ারি ২০২৬ (নিউ ইয়ার্স ডে)—এই দুই দিনে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ জারি থাকবে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মার নির্দেশে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

25
পণ্যবাহী গাড়িতে নিষেধাজ্ঞা

৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৪টা ৩০ মিনিট পর্যন্ত এবং ১ জানুয়ারি বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত ময়দানের দিকে পণ্যবাহী গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। AJC বোস রোড, চৌরঙ্গি, স্ট্র্যান্ড রোড, এসপ্ল্যানেড সংলগ্ন একাধিক মোড়ে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বিকল্প হিসেবে পণ্যবাহী গাড়িকে AJC Bose Road, Strand Road, APC Road দিয়ে চলাচলের নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন। 

35
কোন কোন গাড়িুতে ছাড় দেওয়া হয়েছে?

জরুরি পরিষেবা, দুধ, ওষুধ, অক্সিজেন, সবজি, ফল, মাছ বহনকারী গাড়ি, ১৬০০ কেজির কম ওজনের ছোট পণ্যবাহী গাড়িকে। 

* একাধিক রাস্তা ‘ওয়ান ওয়ে’ : বর্ষবরণের রাতে যানজট এড়াতে শহরের বেশ কিছু রাস্তা একদিকে চলাচলের আওতায় আনা হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি—

#পার্ক স্ট্রিট: পশ্চিম থেকে পূর্ব শেক্সপিয়ার সরণি: পূর্ব থেকে পশ্চিম (রাত ৩টা পর্যন্ত)

#রাসেল স্ট্রিট ও লিটল রাসেল স্ট্রিট: দক্ষিণ থেকে উত্তর।

#ক্যামাক স্ট্রিট: উত্তর থেকে দক্ষিণ।

#মিডলটন স্ট্রিট : পূর্ব থেকে পশ্চিম * পার্ক স্ট্রিটমুখী প্রবেশ নিষিদ্ধ থাকবে রোয়েড স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে।

* রাসেল স্ট্রিটে পার্ক স্ট্রিট ক্রসিংয়ে রাইট টার্ন নিষিদ্ধ।

45
নিয়ন্ত্রিত পার্কিং ব্যবস্থা

পার্কিং সংক্রান্ত নির্দেশ নির্দিষ্ট কিছু রাস্তায় সীমিত ও নিয়ন্ত্রিত পার্কিং রাখা হয়েছে। তবে পার্ক স্ট্রিট, কামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় প্রয়োজনে সম্পূর্ণ পার্কিং নিষিদ্ধ করা হতে পারে।

55
গুরুত্বপূর্ণ এলাকাতেও নজরদারি

ভিক্টোরিয়া মেমোরিয়াল, মিউজিয়াম, বিড়লা প্ল্যানেটোরিয়াম, আলিপুর চিড়িয়াখানা, কালীঘাট, পরেশনাথ মন্দির, মিলেনিয়াম পার্ক, নিউ মার্কেট এলাকায় বিশেষ নজরদারি। 

ট্রাম পরিষেবা বন্ধ : ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি দুপুর ১২টা থেকে বন্ধ। 

আর. এ. কিডওয়াই রোড ও এলিয়ট রোড এলাকায় ট্রাম চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

Read more Photos on
click me!

Recommended Stories