ব্যর্থ হিসাব বহির্ভূত আয়ের উৎস দেখাতে, আরও বাড়ল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন

Published : Sep 17, 2025, 11:00 AM IST

Chandranath Sinha: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই ইডি স্ক্যানারে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তার বিরুদ্ধে ঠিককী অভিযোগ উঠেছে? কী বলছে আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
চন্দ্রনাথের মামলা

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি স্ক্যানারে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ১৩ কোটির দুর্নীতির হিসাব নিয়ে সিবিআইয়ের বিশেষ আদালতে জবাবদিহি করতে হতে পারে তৃণমূলের মন্ত্রীকে। যদিও এই যাত্রায়  মঙ্গলবার অনির্দিষ্ট কারণবশত শুনানি না হওয়ায় কিছুটা স্বস্তিতে তিনি। 

25
কী বলছে ইডি-সিবিআই

আদালত সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় বিচার ভবনে সিবিআই বিশেষ আদালতে চন্দ্রনাথ সিনহা জামিনের মামলা স্থগিত। মঙ্গলবার হয়নি কোনও রকম শুনানি। ফলে চন্দ্রনাথের আইনজীবী বক্তব্য জানাতে সময় চেয়েছেন আদালতের কাছে । যার ফলে আগামী ২০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে শুনানির পরবর্তী দিন। সেই দিন ফের হাজিরা দিতে হবে চন্দ্রনাথ সিনহাকে।

35
অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

ফের চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করা হল। ফলে আগামী শনিবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর সকাল ১১ টায় পরবর্তী শুনানি হবে। এবং বৃহস্পতিবার মধ্যে নিজের বক্তব্য জানাবে চন্দ্রনাথের আইনজীবী।এর পর ইড কে তার বক্তব্য তৈরির সময় রইল। আদালত সূত্রে খবর, আগামী শনিবার মামলার পরবর্তী শুনানি।

45
চন্দ্রনাথের বিরুদ্ধে পিটিশন ফাইল

জানা গিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি একটি পিটিশন ফাইল করে গত ১২ সেপ্টেম্বর। অভিযুক্ত চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অবজেকশন রিপ্লাই জমা দেয় ইডি। এবং চন্দ্রনাথ সিনহার তরফে এদিন ওই ইডির ওই পিটিশনের জবাব দেওয়ার জন্য সময় চাওয়া হয়।

55
কবে মামলার পরবর্তী শুনানি?

জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি  ২০ সেপ্টেম্বর বেলা এগারোটায়। মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। চন্দ্রনাথ সিনহার তরফে তাঁর আইনজীবী ইডিকে রিজয়েন্ডার জমা দেবে বৃহস্পতিবার। তার ভিত্তিতে শুনানি হবে ২০ সেপ্টেম্বর শনিবার। 

Read more Photos on
click me!

Recommended Stories