যারা মর্নিং ওয়ার্ক করতে আসেন তাদের দাবি, তারা যদি ভেতরে প্রবেশ করতে না পারেন তাহলে কীভাবে রবীন্দ্র সরোবরের ভিতরে বসন্ত উৎসবের আয়োজন করা হল। সকালে একটি ক্লাবের অনুষ্ঠানের জন্য ভিতরে কিছু ইন্সট্রুমেন্টের গাড়ি ঢুকেছে অভিযোগ ।
কলকাতা: আগেই সতর্ক করা হয়েছিল। তারপরেও ঠেকানো গেল না ঝামেলা। দোলের দিন সকাল থেকে রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar) দফায় দফায় উত্তেজনা । লেকের ভিতরে ক্লাবের ব্যবস্থাপনায় বসন্ত উৎসব পালন ঘিরে বিতর্ক। শুক্রবার দোলের দিন রবীন্দ্র সরোবর লেকের ভিতরে স্থানীয় ক্লাবের ব্যবস্থাপনায় বসন্ত উৎসব পালন ঘিরে তৈরি হয় বিতর্ক। অভিযোগ,দোল (Holi 2025) ও হোলি উপলক্ষে শুক্র ও শনিবার সাধারণ মানুষের জন্য বন্ধ লেকের গেট । তাহলে কীভাবে নিয়ম ভেঙে ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি নামে একটি ক্লাব রবীন্দ্র সরোবরের ভিতরে অনুষ্ঠানের আয়োজন করে ।
জানা গিয়েছে, এই অভিযোগ তুলে লেকের গেটের মুখে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বচসা বাধে রবীন্দ্র সরোবরে যারা প্রাতঃ ভ্রমণ করতে আসেন তাঁদের সঙ্গে । কেএমডিএ- এর তরফে অনুমতি নিয়েই সরোবরের ভিতরে বসন্ত উৎসব (Basanta Utsav) করা হয়েছে বলে দাবি করে আয়োজক সংস্থা। রবীন্দ্র সরোবরে যারা মর্নিং ওয়ার্ক করতে আসেন তাদের দাবি, তারা যদি ভেতরে প্রবেশ করতে না পারেন তাহলে কীভাবে রবীন্দ্রনাথ সরোবরের ভিতরে বসন্ত উৎসবের আয়োজন করা হল। কোর্ট অর্ডার ও KMDA-এর শর্তকে বুড়ো আঙুল দেখিয়ে সকালে একটি ক্লাবের অনুষ্ঠানের জন্য ভিতরে কিছু ইন্সট্রুমেন্টের গাড়ি ঢুকেছে,এমন টাই অভিযোগ । সরোবর চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় থানার পুলিশ সহ ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক, যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় রবীন্দ্র সরোবর লেক এলাকায়।
এদিকে, কলকাতার (Kolkata News) এই জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরের দেখাশোনার দায়িত্বে রয়েছে কেএমডিএ (KMDA)। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকা অনুসারে প্রতি বছরই দোল ও হোলির দিন সর্বসাধারণের জন্য রবীন্দ্র সরোবরের গেট বন্ধ থাকে। তবে এবার সেই নিয়ম মানা হয়নি, এমনই অভিযোগ এনে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে ইমেলও করেন লেক লাভার্স ফোরামের সদস্য সৌমেন্দ্রমোহন ঘোষ। শুধু তাই নয়, দোলের দিন রবীন্দ্র সরোবরের ভিতরে বসন্ত উৎসবের আয়োজন করায় লেকের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ তুলে সরব হয়েছেন পরিবেশ প্রেমিরা (West Bengal)।