Local Train Cancel: দোলে বাতিল বহু লোকাল ট্রেন, দেখে নিন একনজরে তালিকা

রঙ খেলা উপলক্ষে শুক্রবার শিয়ালদহের মেইন, সেন্ট্রাল, সার্কুলার, দক্ষিণ শাখায় বাতিল থাকছে বেশকিছু লোকাল ট্রেন (Local Train)। বাতিল থাকবে শিয়ালদহ-বর্ধমান শাখায় একাধিক ট্রেন। বাতিল থাকবে শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল। শিয়ালদহ-নৈহাটি লোকাল।

কলকাতা: দোলের দিন সকালে বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই চোখ রাখুন শুক্রবারের ট্রেন সময় সূচিতে। কারণ, দোল উপলক্ষ্যে স্কুল-কলেজ ও বেশকিছু অফিস বন্ধ থাকায় যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিক ভাবেই কম থাকবে। আর সে কথা মাথায় রেখে বেশকিছু লোকাল ট্রেন (Local Train Cancel News) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন। যারফলে বাড়ি থেকে বেরোনোর আগে নজরে রাখুন ট্রেন বাতিলের তালিকা।

রেল সূত্রে খবর, রঙ খেলা উপলক্ষে শুক্রবার শিয়ালদহের মেইন, সেন্ট্রাল, সার্কুলার, দক্ষিণ শাখায় বাতিল থাকছে বেশকিছু লোকাল ট্রেন (Local Train)। বাতিল থাকবে শিয়ালদহ-বর্ধমান শাখায় একাধিক ট্রেন। বাতিল থাকবে শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল। শিয়ালদহ-নৈহাটি লোকাল (Sealdah Naihati Local)।

Latest Videos

এক নজরে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা:- শিয়ালদহ-বর্ধমান 31151/31152

শিয়ালদহ-রানাঘাট 31601/31613/31617/31631/31602/31624/31634/34636

রানাঘাট-গেদে 31747/ 31749/31753/ 31755/31744/ 31746/31748/31750/31754

শিয়ালদহ-গেদে 31911/31917/31926

রানাঘাট/ কৃষ্ণনগর সিটি জংশন-শান্তিপুর 31585/31586

কৃষ্ণনগর সিটি জংশন- রানাঘাট 31723/ 31725/31726/31722/ 31728

 

রানাঘাট-বনগাঁ জংশন 33711, 33713, 33717, 33719, 33729, 33733/

33716, 33720, 33724, 33732

শিয়ালদহ-ব্যারাকপুর 31215, 31217, 31219, 31223, 31225, 31227,

31229, 31231, 31237 / 31216, 31218, 31220, 31224, 31226,

31228, 31230, 31236, 31240, 31242

বিধাননগর রোড-ব্যারাকপুর 31261

বিধাননগর রোড- নৈহাটি 31471

শিয়ালদহ-নৈহাটি 31411, 31413, 31417, 31423, 31425, 31427,

31435, 31437, 31443/ 31414, 31416, 31418, 31424, 31432, 31434,

31438, 31440, 31450

সেন্ট্রাল শাখায় যে সমস্ত ট্রেন বাতিল থাকছে- বারাসাত- বনগাঁ জংশন 33363, 33365/ 33362, 33364, 33366

শিয়ালদহ-বারাসাত 33401, 33433/ 33402, 33436, 33438

শিয়ালদহ- বনগাঁ জংশন 33801, 33811, 33813, 33821, 33825, 33849/

33802, 33812, 33816, 33818, 33822, 33856, 33858

শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট 33411/33412

শিয়ালদহ-মধ্যমগ্রাম 33421/33422

শিয়ালদহ-দত্তপুকুর 33615/33620

শিয়ালদহ-হাসনাবাদ 33513, 33521/ 33526, 33528

বারাসাত-হাসনাবাদ 33311, 333157 33327, 33319, 33321/ 33314,

শিয়ালদহ-ডানকুনি 32213, 32221, 32225, 32229, 32233, 32249/

32214, 32222, 32226, 32230, 32234, 32252 শিয়ালদহ-বারুইপাড়া-

32411 32413/ 32412, 32414

শিয়ালদহ-ডায়মন্ড হারবার- 34812, 34826/ 34811, 34833

বারুইপুর-ডায়মন্ড হারবার 34892/3489

বাতিল থাকছে বারাসাত-মাঝেরহাট লোকালও। এছাড়াও শিয়ালদহ দক্ষিণ শাখায় ও সিসিআর লাইনে বাতিল থাকছে বেশকিছু ট্রেন।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Protest : হোলির সন্ধ্যায় হামলার প্রতিবাদে উত্তাল তমলুক, পথে শুভেন্দু | Holi 2025
শোকজ হওয়ার পরও কী শুভেন্দুকে ঠুসে দিতে চান? দেখুন কী বলছেন হুমায়ুন কবির
Nadia News: মেয়েকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে এই পরিণতি করল বাবা! আতঙ্কে Nadia-র ধুবুলিয়া এলাকা
‘West Bengal-এ রাজনীতির নামে কলুষতা করা হচ্ছে!’ TMC-BJP-কে একহাত নিলেন Sujan Chakraborty
Amritsar Latest Update : প্রমাণ CCTV-তে, অমৃতসরের মন্দিরে মধ্যরাতে হামলা, তদন্তে পুলিশ