
রবিবারের দুপুর মানেই মাংস ভাত। তবে সেই মাংস কিনতে হাত পুড়ছে আমজনতার। মটন তো বটেই চিকেন কিনতেও ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের হাতে। গত কয়েকদিন ধরেই বাজারে চড়া চিকেনের দাম। শুধু কলকাতা নয় শহরতলিতেও দাম বাড়ল মাংসের। গত কয়েকদিন ধরেই ২০০ টাকা কেজি দরে বিকোচ্ছল চিকেন। রবিবার আরও বাড়ল দাম। চড়া দামে মাংস কিনতে হাত পুড়ছে আমজনতার। শুধু চিকেন নয় আকাশ ছোঁয়া দাম মটনেরও। আমিষ কিনতে রীতিমত নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।
কত দামে বিকোচ্ছে মাংস?
শনিবার থেকেই বাজারে চড়া দাম মাংসের। ছুটির দিনে আমিষ কিনতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। চিকেন কেজি প্রতি বিক্রি হচ্ছে ২২৫ থেকে ২৩০ টাকায়। মটনেরর কেজি ৭৬০ থেকে ৮০০ টাকা। গোটা মুরগি বিকোচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকায়।
একনজরে মাংসের দাম
গত কয়েকদিন ধরেই আকাশ ছোঁয়া দাম মাংসের। হুহু করে বাড়ছে চিকেনের দাম। পোলট্রি ফার্ম মালিকদের বক্তব্য, কোভিডকালীন সময় থেকেই পোলট্রি খাবারের দাম বেড়ে চলেছে। কোভিডের পরে প্রায় ৪০ শতাংশ বেড়েছে পোলট্রি খাবারের দাম। ফলত মুরগি পালন আগের থেকে অনেক বেশি খরচ সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। যার ফলস্বরূপ বাড়ছে চিকেনের দামও।