Mamata on Sunita: ভারতরত্ন পাচ্ছেন সুনীতা উইলিয়ামস? বিস্ফোরক দাবি খোদ মমতার

Published : Mar 19, 2025, 03:19 PM ISTUpdated : Mar 19, 2025, 03:27 PM IST
PM Narendra Modi and CM Mamata Banerjee

সংক্ষিপ্ত

৯ মাস পর পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। সফল অবতরণে বিশ্বজুড়ে খুশির হাওয়া। বিধানসভায় তাঁদের 'মহাসম্মান' জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই সফল মহাকাশচারীকে ভারতরত্ন দেওয়ার জন্য কেন 

কলকাতা: ৯ মাস পর পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। সফল অবতরণে বিশ্বজুড়ে খুশির হাওয়া। বিধানসভায় তাঁদের 'মহাসম্মান' জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই সফল মহাকাশচারীকে ভারতরত্ন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার বিধানসভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''যে ভাবে তাঁরা যন্ত্রণা সহ্য করেছেন, সে বিষয়ে খোঁজখবর নিতাম।'' কথায় কথায় মুখ্যমন্ত্রী এ-ও জানালেন, তিনি বর্তমানে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনাও করছেন। শুধু তাই নয়, মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে সুনীতারা ফিরে আসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News) অভিনন্দন জানিয়েছেন, তাঁদের উদ্ধারকারী দলকে। স্মরণ করেছেন একটানা ৯ মাস মহাকাশে নভশ্চররা কী কষ্ট ভোগ করেছেন। এর জন্য ভারত সরকারের কাছে তিনি এই দুই সফল মহাকাশচারীকে ভারতরত্ন দেওয়ার দাবিও জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন ((Mamata Banerjee ), ''কল্পনা চাওলা-ও মহাকাশে গিয়েছিলেন, কিন্তু তিনি আর ফিরে আসতে পারেননি। অনেক সময় প্লেন খারাপ হয়ে যাওয়ায় তাঁদের বহু সমস্যার মুখে পড়তে হয়। যেটা সুনীতাদের হয়েছে। তাঁদের মহাকাশ যানেও কিছু ত্রুটি ছিলো বলে এই সমস্য হয়েছে। যার জন্য সুনীতাদেরও অনেক দিন মহাকাশে আটকে থাকতে হল।''

সুনীতা উইলিয়ামসের ফিরে আসাতে শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সুনীতাকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি। মোদী পোস্ট করেছেন, "স্বাগতম, #ক্রু৯! পৃথিবী তোমাদের মিস করেছে।" তিনি আরও লিখেছেন, "তাদের যাত্রা সাহস, ধৈর্য এবং অসীম মানব চেতনার পরীক্ষা ছিল। সুনীতা উইলিয়ামস এবং #ক্রু৯ নভশ্চররা আবারও প্রমাণ করেছেন যে অধ্যবসায় কী। বিশাল অজানা পথের মুখে তাদের অবিচল সংকল্প চিরকাল লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে।"

এই বিষয়ে সুনীতার পরিবারও জানিয়েছেন নাসায় ৪৫ দিনের কঠোর অনুশাসন কাটিয়ে খুব দ্রুত ঘরে ফিরবেন সুনীতা। তারপর একসঙ্গে ঘরের মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বেন তাঁরা।

অন্যদিকে, সুনীতাদের ফিরে আসায় বুধবার এক্স হ্যান্ডেলে সুনীতাদের সুস্থতা কামনা করে NASA-র টিমকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি লেখেন, ''নাসার ক্রু ৯-এর পৃথিবীতে নিরাপদ প্রত্যাবর্তনে আমি আনন্দিত! ভারতের কন্যা সুনীতা উইলিয়ামস এবং অন্যান্য নভোচররা মহাকাশে মানুষের ধৈর্য এবং অধ্যবসায়ের ইতিহাস পুনর্লিখন করলেন।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

শনিবার রাতেই প্রবল বুকে ব্যথা! হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী, কেমন আছেন গায়ক?
বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ