তিনি বলেন ‘কেউ ভুল টেন্ডার করছে, কেউ ভুল ডিপিআর করছে’।
রেগে গিয়ে মমতা বলেন ‘কোনও নেতা, কোনও রাজনৈতিক দলের কথা শুনবেন না। বিডিও, ডিএম, এসডিও আপস করবেন না। যদি কেউ আপস করেন কারও ভয়ে, তার চাকরিটা আমি আগে খাব’।
কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘যদি কেউ অপব্যাবহার করে, তার নিজের অঞ্চলকে সার্ভ করার জন্য, বাকি অঞ্চলকে ফাঁকিবাজি দেওয়ার জন্য, এটা অপরাধ। সরকার কখনই তা বরদাস্ত করবে না। ’
মুখ্যমন্ত্রী বলেন, ‘এগ্রিকালচার, PWD, সেচ, বিদ্যুত্, জনস্বাস্থ্য ও কারিগরি, এই পাঁচ দফতর একসঙ্গে সমণ্বয় করে, আগে কোনও সমন্বয় ছিল না ডিএম আর বিডিও-দের সঙ্গে। ফলে সমস্যাটা হয়েছে। যার যেটুকু দোষত্রুটি আছে শুধরে নিন’।
বিধানসভা থেকেই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছনোর প্রকল্প নিয়ে সমস্ত জেলাশাসকের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।