একধাক্কায় ৫ শতাংশ! জানুয়ারিতেই বাংলার সরকারি কর্মীদের বাড়ছে ডিএ! এশিয়ানেট বাংলার কাছে গোপন তথ্য

অবশেষে বড় খবর। গোপন সূত্র থেকে এশিয়ানেট বাংলা পেল দারুণ সুখবর! জানুয়ারিতেই বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ। একধাক্কায় ৫ শতাংশ ডিএ বাড়াবে রাজ্য সরকার। জানুন বিস্তারিত।

Parna Sengupta | Published : Dec 2, 2024 9:04 AM IST
110

রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ।

210

বহু কাঠখড় পুড়িয়েও এখনও হয়নি সুরাহা। প্রসঙ্গত, আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা।

310

আগে ৬ শতাংশ করে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। চলতি বছর চার শতাংশ করে দু’বার ডিএ বৃদ্ধির পর তা পৌঁছেছে ১৪ শতাংশে।

410

এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। রাজ্যের কর্মচারীদের ডিএ-র ফারাক বেড়ে হয়েছে ৩৯ শতাংশ।

510

এদিকে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে।

610

এবার এশিয়ানেট বাংলার কাছে এল গোপন খবর। অবশ্য খবর না বলে সুখবর বলা উচিত।

710

জানা গিয়েছে ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ

810

৩ শতাংশ নয়, একধাক্কায় ৫ শতাংশ ডিএ বাড়াতে চলেছে নবান্ন বলে খবর। ট্রেজারিতে কর্মরত নামপ্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিকের তরফে এই খবর মিলেছে।

910

এই খবর এসে পৌঁছেছে এশিয়ানেট নিউজ বাংলার হাতে। বছর শুরুতে দারুণ খবর পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা।

1010

তবে ওই আধিকারিক জানিয়েছেন এখনও কোনও লিখিত নোটিশ এসে পৌঁছয় নি। যদিও ৫ শতাংশ ডিএ-র খবর একরকম পাকাই বলে মনে হচ্ছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos