সমস্ত পুলিশ কর্মীই এবার থাকবেন ভবানী ভবনের নজরে, রিপোর্ট তলব সিআইডির

Published : Feb 05, 2025, 02:22 PM IST
police reached at mid night

সংক্ষিপ্ত

এই রিপোর্ট থেকে উঠে আসবে কোন পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিনা। কী ধরনের অভিযোগ জমা পড়েছে সব অভিযোগ খতিয়ে দেখবে সিআইডি। অভিযোগের সত্যতা প্রমাণ হলে নেওয়া হবে কড়া ব্যবস্থা।এই কাজ অত্যন্ত দক্ষতাj সঙ্গে করছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। 

অপরাধের সঙ্গে কোনও আপস চলবে না, এবার সেটা পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে পুলিশ বিভাগে । বদলি হয়ে গিয়ে অন্যত্র গেলেও ভবানী ভবনের নাগালের বাইরে থাকছেন না কেউ। সমস্ত পুলিশ কর্মীদের সম্পর্কে রিপোর্ট তলব করতে চলেছে সিআইডি। এই রিপোর্ট থেকে উঠে আসবে কোন পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিনা। কী ধরনের অভিযোগ জমা পড়েছে সব অভিযোগ খতিয়ে দেখবে সিআইডি। অভিযোগের সত্যতা প্রমাণ হলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্মীদের সাবধান করে বলেছিলেন, তাঁর কাছে কিছু তথ্য এবং অভিযোগ এসেছে। তিনি আরও বলেছিলেন, সব পুলিশ খারাপ সেটা বলছি না। কিন্তু কিছু পুলিশ কর্মী আছেন যাঁরা সাধারণ মানুষের সঙ্গে নমনীয় ব্যবহার টুকু দেখান না। উল্টে বিপরীত কাজ করেন। এটা দীর্ঘদিন চলতে পারে না। অ্যাকশন নেওয়া হবে। অভিজ্ঞমহলের মতে, হয়ত এবার সেই মতো কাজ শুরু হয়ে গেল। কর্তব্যে গাফিলতি, অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত এমন তথ্য কাদের বিরুদ্ধে আছে তা জানতে রিপোর্ট তলব করছে ভবানী ভবন।

সূত্রের খবর, রিপোর্টের বিষয়ে রাজ্যের সমস্ত জেলা পুলিশ এবং কমিশনারেটকে নির্দেশ পাঠানো হয়েছে। এই নির্দেশিকা মিলতেই সমস্ত জেলা পুলিশ এবং কমিশনারেট রিপোর্ট তৈরি করতে সক্রিয় ভূমিকা পালন করছে। থানা এবং ফাঁড়িতেও বেড়েছে তৎপরতা । বিভিন্ন পুলিশ স্টেশন থেকে নাম যাচ্ছে জেলা পুলিশ সুপার এবং কমিশনারেটের কাছে। সেই রিপোর্ট যাচাই করার পর ভবানী ভবনে সিআইডির হাতে পৌঁছে যাবে । পুলিশ সূত্রের খবর, এই কাজ অত্যন্ত দক্ষতা ও তৎপরতার সঙ্গে করছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। কিছুদিনের মধ্যেই পাঠিয়ে দেবেন সেই রিপোর্ট ।

পুলিশ সূত্রে খবর, ২০২৬ সালে বিধানসভা নির্বাচন হতে চলেছে বাংলায়। ফলে নির্বাচনের সময় স্বচ্ছ ভাবমূর্তি, কর্মদক্ষতা আছে এমন কর্মীর উপর ভরসা বাড়বে। তাছাড়া সৎ পুলিশকর্মীদের উপরই বাড়তি দায়িত্ব আসবে এটা ধরেই নেওয়া যায়। ফলে পুলিশের স্বচ্ছ ভাবমূতি ফেরাতেই এই উদ্যোগ বলেই মনে করা হচ্ছে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাও শহরের প্রত্যেক থানা সম্পর্কে রিপোর্ট নিচ্ছেন, পরবর্তীতে তিনি যা পাঠিয়ে দেবেন ভবানী ভবনে। সেক্ষেত্রে বহু পুলিশকর্মীর উপর বাড়তি নজর পড়তে পারে এবং তাঁদের বিরুদ্ধেও তদন্ত হতে পারে বলে মনে করছে অভিজ্ঞমহল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি