
প্রেম পর্ব যখন চলছিল তখন সবই ছিল যেন মধুর । তাল কাটল বিচ্ছেদের পর থেকেই । শেষমেষ প্রাক্তন প্রেমিক এমন প্রতিশোধ নেওয়ার কথা মাথায় আনবে তা মোটেও আঁচ করতে পারেন নি প্রেমিকা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু বছর প্রেমের সম্পর্ক চলার পর বছরখানেক আগেই সম্পর্ক ছেদ করেছেন প্রেমিকা। প্রেমিকের ব্যবহার যথেষ্ট খারাপ থাকার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল।অভিযোগ, শনিবার উত্তর কলকাতার কাশীপুরে ধারালো অস্ত্র নিয়ে প্রাক্তন প্রেমিকার উপরেই চড়াও হলেন সেই যুবক । অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করেছে ।
জানা গিয়েছে, কাশীপুরের বাসিন্দা ওই যুবতী তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন । পেশায় ডেলিভারি কর্মী এক যুবকের সঙ্গে বেশ কিছু বছর আগে থেকে ভালোলাগার সম্পর্ক গড়ে ওঠে। নানা কারণে দুজনের বনিবনা না হওয়ায় এক বছর আগে তাঁদের সম্পর্ক নষ্ট হয়। কথা বলা বন্ধ করে দেন যুবতী। অভিযোগ, এরপর থেকে ওই যুবতীকে নানাভাবে বিরক্ত করতে শুরু করে যুবক। এমনকি যুবতীর ছবি নানা মানুষের কাছে পাঠাতে থাকে সে। কখনও সবাইকে সব জানিয়ে দেওয়া থেকে যুবতীর কর্মস্থলে গিয়ে উত্ত্যক্ত করত । আর এনিয়ে চলছিল অশান্তি। সঙ্গে চলছিল একের পর এক হুমকি। তখনও থানায় অভিযোগ দায়ের করেছিলেন যুবতী । কয়েক দিন চুপচাপ থাকলেও আবার যে কে সেই। এরপর বাধ্য হয়ে দিন কয়েক আগেই যুবতী ফের পুলিশের দ্বারস্থ হন। পুলিশ যুবককে থানায় ডেকে পাঠায়। অভিযোগ, থানায় যাওয়ার বদলে যুবতীর বাড়িতে গিয়ে চড়াও হয় যুবক। চিৎকার চেঁচামেচি শুরু হতেই এলাকার লোকজন জড়ো হয়ে যায়। পরিস্থিতি ভালো নয় দেখে পালিয়ে যায় অভিযুক্ত। এরপরই যুবতী অভিযোগ করেন থানায়। অভিযোগ পেয়ে অমিত চক্রবর্তী নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিস।এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । যুবতী ও তার পরিবার এই ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কে রয়েছে । গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।