আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার গিয়েছিল চেতলার যৌন পল্লিতে, ফাঁস সেই রাতে আরও কুকীর্তি

আরজি কর হাসপাতালের চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় নয়া মোড়। সিবিআই সূত্রে খবর, সেই রাতে চেতলার যৌনপল্লিতে গিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সেখান থেকে বেরিয়ে রাস্তায় এক মহিলাকে উত্যক্তও করেন তিনি।

আরজি কর হাসপাতালের চিকিৎসক খুন ও ধর্ষণের সেই অভিষপ্ত রাতে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় গিয়েছিলেন চেতলার যৌনপল্লিতে। সেখানে সেখানেও তাঁর কুকর্মের সাক্ষী রেখে এসেছেন। সিবিআই সূত্রের খবর সেই রাতে যৌনপল্লি থেকে বেরিয়ে রাস্তাতেই এক মহিলাকে উত্যক্ত করেছিলেন। তেমনই খবর সিবিআই সূত্রে।

সিবিআই সূত্রের খবর সেই রাতে ধৃতের গতিবিধি জানতে একাধিকবার জেরা করা হয়েছে। মিলিয়ে দেখা হয়েছে সিসিটিভি ফুটেজও। সূত্রের খবর চেতলার যৌনপল্লি থেকে বেরিয়েই ধৃত এক মহিলাকে প্রবল উত্যক্ত করেছে। সিবিআই সূত্রের খবর সেই রাতে সঞ্জয় একাধিকবার হাসপাতালে ঢুকেছে এর বেরিয়ে। তদন্তকারীদের প্রশ্ন সেই রাতে কী ধৃত অস্থির হয়ে ছিল- যা খতিয়ে দেখেছে সিবিআই-এর মনোবিজ্ঞান বিশেষজ্ঞরা। ঘটনার তদন্ত ও সংশ্লিষ্টদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য দিল্লি থেকে আগেই এসেছে সিবিআই -এর মনোবিজ্ঞান বিশেষজ্ঞরা।

Latest Videos

সিবিআই সূত্রের খবর, ৮ অগাস্ট রাতে ধৃত একাধিকবার হাসপাতালে ঢুকেছে আর বেরিয়েছে। রাত আটটা নাগাদ ধৃত একবার বেরিয়েছিল। সেই সময় সে চেতলার যৌনপল্লিতে যায়। সেখান থেকে ফেরার পথে রাস্তাতেই মহিলাকে উত্যক্ত করে। ধৃতের বিরুদ্ধে মহিলাকে উত্যক্ত করার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও ধৃত এজাতীয় ঘটনা ঘটিয়েছিল। মহিলা সিভিক পুলিশের সঙ্গেও অভব্য আচরণ করেছিল।

যাইহোক ধৃতের লাই ডেটেক্টর পরীক্ষার অনুমোদন চেয়েছে সিবিআই। আদালতের দ্বারস্থ হয়েছে। ইতিমধ্যেই সাইকোমেট্রিক পরীক্ষাও হয়েছে। আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণী খুনের ঘটনার তদন্তে রীতিমত তৎপর সিবিআই। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট কলকাতা পুলিশের থেকে নিয়ে সিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে। তারপর থেকেই দিল্লিতে থেকে এসেছিন বিশেষজ্ঞরা। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দলে যোগ দিলেন সীমা পাহুজা। তিনি এর আগে উত্তরপ্রদেশের হাথরাস ধর্ষণকাণ্ডের তদন্ত করেছিলেন। হাথরাস ধর্ষণকাণ্ড নিয়েও গোটা দেশ উত্তাল হয়েছিল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

‘৫০% মুসলমান হলে West Bengal-এর অবস্থাও Bangladesh-এর মতো হবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড় | Bhangar News Today
‘India ফুঁ দিলে Bangladesh উড়ে যাবে’ Muhammad Yunus-কে চরম হুঁশিয়ারি Agnimitra Paul-এর, দেখুন
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে কুকর্ম! ধরা পড়লো হাতেনাতে! চাঞ্চল্য Nadia-এ, দেখুন
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata