দুর্গাপুজো উদ্বোধনে রেকর্ড মমতার, চতুর্থীর মধ্যে ৩০০০ পুজো উদ্বোধনের কর্মসূচি মুখ্যমন্ত্রীর

Published : Sep 21, 2025, 10:04 PM IST

Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সূত্রের খবর এবার প্রায় ৩০০০ পুজো উদ্বোধনের কর্মসূচি তাঁর। মহলয়ার আগে থেকেই যার প্রক্রিয়া শুরু করেছেন মমতা। চতুর্থীর মধ্যে, অর্থাৎ আগামী শুক্রবারের মধ্যেই তিনি সব পুজো উদ্বোধন করবেন 

PREV
15
মমতার রেকর্ড

যখন মুখ্যমন্ত্রী ছিলেন না, সাংসদ ছিলেন তখনও পুজো উদ্বোধন করতেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ক্ষমতায় আসার পরেও অর্থাৎ মুখ্য়মন্ত্রী হয়েও তাতে ছেদ দেননি। প্রত্যেক বারের মত এবারও পুজো উদ্বোধন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর এবার রেকর্ড সংখ্যক পুজোর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

25
দেবীপক্ষের আগেই উদ্বোধন

দেবীপক্ষও পড়েনি, অর্থাৎ মহালয়াও হয়নি, এই অবস্থায় ২০ সেপ্টেম্বর শনিবারই তিনি কলকাতার একাধিক পুজো উদ্বোধন করেন। যদিও তিনি জানিয়েছিলেন তিনি পুজো উদ্বোধন করছেন না। প্যান্ডালের উদ্বোধন করছেন। কিন্তু তা নিয়েও যথেষ্ট চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেবীপক্ষের আগেই পুজো উদ্বোদন নিয়ে কটাক্ষ করেছেন।

35
মহালয়াতেও উদ্বোধন

মহালয়ার দিনেও তাঁর পুজো উদ্বোধনের কর্মসূচি ছিল। এদিন, বাবুবাগান, সেলিমপুরপল্লী-সহ একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করেন মমতা। এদিন তিনি চেতলা অগ্রণী ক্লাবের পুজোতে যান। সেটি ফিরহাদ হাকিমের পুজো বলে পরিচিত। সেখানে দেবী প্রতিমার চোখ আঁকেন। একটা সময় তিনি পার্থ চট্টোপাধ্য়ায়ের পুজো বলে পরিচিত নাকতলা উদয়ন সংঘের পুজো উদ্বোধন করতে গিয়ে দেবীর চোঁখ আঁকতেন।

45
৩০০০ পুজো

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর এবার প্রায় ৩০০০ পুজো উদ্বোধনের কর্মসূচি তাঁর। মহলয়ার আগে থেকেই যার প্রক্রিয়া শুরু করেছেন মমতা। চতুর্থীর মধ্যে, অর্থাৎ আগামী শুক্রবারের মধ্যেই তিনি সব পুজো উদ্বোধন করবেন, তেমনটাই শোনা যাচ্ছে। জেলার পুজো উদ্বোধন করবেন মমতা, তবে সেগুলি অনলাইনে উদ্বোধন করবেন।

55
পুজো উদ্বোধন কেন্দ্রকে তোপ

এদিন নতুন জিএসটি কার্যকর হওয়ার কথা ঘোষণা করেছে মোদী সরকার। তারপরই পুজো উদ্বোধনে গিয়ে মোদীকে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, জিএসটি সংস্কার হয়েছে এই রাজ্যের জন্যই তিনি প্রথম জিএসটি সংস্কারের দাবি তুলেছিলেন। তারপর কংগ্রেস সেই দাবিতে সোচ্চার হয়।

Read more Photos on
click me!

Recommended Stories