আজ থেকেই মারণ শীতের কামড় টের পাবেন মানুষ! হবে বৃষ্টিও? দেখে নিন আবহাওয়ার খবর
বছরের শুরুতেই রাজ্য জুড়ে দেখা গিয়েছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত সমস্ত জেলাতেই ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রার (West Bengal Weather) পতন হতে দেখা যেতে পারে! জানুন আবহাওয়ার আপডেট।
বছরের শুরুতেই রাজ্য জুড়ে দেখা গিয়েছে শীতের আমেজ। মাঝে কিছুদিন তাপমাত্রা ওঠা নামা করলেও আবার জাঁকিয়ে পড়েছে শীত।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত বেশ কিছুদিন বজায় থাকবে এই শীতের আমেজ।
অগ্রহায়ণের শেষের দিকে এই রাজ্যে শীতের কামড় টের পেয়েছিলেন সাধারণ মানুষ।
তবে মাঝখানে তাপমাত্রা বেড়েছে। দোসর সেই পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পূর্বাভাস, আগামী দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ নামতে পারে ২ থেকে ৪ ডিগ্রি।
যে ঠান্ডা পড়বে তা আগামী ৩ দিন থাকবে। অর্থাৎ আগামী ৪ দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শীতের অভাব হবে না।
মকর সংক্রান্তির আগে দক্ষিণবঙ্গের একটা বড় অংশে শৈত্যপ্রবাহ চলতে পারে। একই পূর্বাভাস হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
সেখানেও আগামী ২ দিনে পারদ ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। যা আগামী ৩ দিন পর্যন্ত কার্যকর থাকবে।
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, এবং নদিয়ায় থাকবে শুষ্ক আবহাওয়া।
তাই আপাতত বেশ কয়েকদিন চুটিয়ে ঠান্ডা উপভোগ করতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী। আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
এদিন দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। ফলে মোটা জামা গায়ে দিতে ভুলবেন না। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।