পঞ্চায়েতের অনুমতি দরকার নেই, সহজ হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের কাজ
পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ওঠার পর টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারই এখন আবাস প্রকল্পের টাকা দিচ্ছে। তবে এই প্রকল্প নিয়েও অনেক অভিযোগ উঠছে।
বাংলার বাড়ি প্রকল্পের জন্য পঞ্চায়েতের অনুমতি দরকার হবে না, জানিয়ে দিল সরকার
শহরাঞ্চলে বাড়ি তৈরি করতে হলে পুরসভার অনুমতি দরকার। গ্রামে বাড়ি তৈরি করতে হলে পঞ্চায়েতের দরকার। তবে বাংলার বাড়ি প্রকল্পের জন্য পঞ্চায়েতের অনুমতি দরকার নেই। এমনই জানিয়ে দিল পঞ্চায়েত দফতর।
বাংলার বাড়ি প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ভিড়
বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় প্রতিদিন পঞ্চায়েত দফতরে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে পঞ্চায়েত দফতর জানিয়ে দিল, বাংলার বাড়ি প্রকল্পের জন্য অনুমতি দরকার নেই।
বাংলার বাড়ি প্রকল্পে যে বাড়িগুলি তৈরি হবে, সেখানে রাজ্য সরকারের লোগো থাকবে
রাজ্য সরকার যেহেতু আবাস প্রকল্পের টাকা দিচ্ছে, এই কারণে বাংলার বাড়ি প্রকল্পে যে বাড়িগুলি তৈরি হবে, সেখানে রাজ্য সরকারের লোগো থাকবে।
বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য সরকার, শুরু হয়ে গিয়েছে প্রাথমিক কাজ
গত বছর থেকেই বাংলার বাড়ি প্রকল্পের কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। প্রথম কিস্তির টাকা দেওয়ার মাধ্যমে বাড়ি তৈরির প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে।
আবাস প্রকল্পের টাকা না দেওয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব রাজ্য সরকার
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার বিভিন্ন প্রকল্পে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে রাজ্য সরকার। এবার আবাস প্রকল্পেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ উঠেছে।
বাংলার বাড়ি প্রকল্পে বিভিন্ন জেলায় ১২ লক্ষ মানুষকে সাহায্য রাজ্য সরকারের
নবান্ন সূত্রে জানা গিয়েছে, বাংলার বাড়ি প্রকল্পে এখনও পর্যন্ত ১২ লক্ষ মানুষকে আর্থিক সাহায্য করা হয়েছে।
বাংলার বাড়ি প্রকল্প নিয়ে উত্তর ২৪ পরগনায় বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে
নবান্ন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পে ৫৬ হাজার আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম দফায় ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আরও অনেকে এই প্রকল্পে আবেদন জানাচ্ছেন।
অনেকে কাঁচা বাড়িতে বাস করা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ
বিভিন্ন জেলা থেকে অভিযোগ আসছে, পাকা বাড়ি থাকা সত্ত্বেও অনেকে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। অথচ প্রকৃত দরিদ্র পরিবারগুলি এই প্রকল্পের সুবিধা পাচ্ছে না।
রাজ্য সরকারের পক্ষ থেকে সমীক্ষার পরেই বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে
সরাসরি পঞ্চায়েতকে বাদ দিয়ে রাজ্য সরকারের বিশেষ দল বাংলা আবাস প্রকল্পে আবেদনকারীদের আর্থিক অবস্থা নিয়ে সমীক্ষা চালাচ্ছে। এই সমীক্ষার ভিত্তিতেই তালিকা তৈরি করা হচ্ছে।
বাংলার বাড়ি প্রকল্পে স্বজনপোষণ, দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক
বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বিরোধী দলগুলি। তবে শাসক দল ও রাজ্য সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।