RG Kar: আরজি কর হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া শেষ, সঞ্জয়ের ফাঁসি না জেল হবে- জানা যাবে এই দিন

Published : Jan 09, 2025, 06:54 PM IST

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ড মামলার বিচারপক্রিয়া শেষ। কবে রায়দান করা হবে তা জানিয়ে দিল শিয়ালদহ আদালত। 

PREV
110
আরজি কর হত্যাকাণ্ড

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক খুন ও হত্যাকাণ্ড মামলায় বিচারপক্রিয়া শেষ হল

210
শিয়ালদহ আদালতে বিচারপ্রক্রিয়া

শিয়ালদহ আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টে চলছিল বিচারপ্রক্রিয়া। এদিন তা শেষ হল।

310
সাজা ঘোষণা

আদালত জানিয়েছে আগামী ১৮ জানুয়ারি , শনিবার আরজি কর হত্যাকাণ্ডের সাজা ঘোষণা করা হবে।

410
বিচার প্রক্রিয়া শুরু

গত ১১ নভেম্বর আরজি কর হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া শুরু হয়েছেন। টানা দুই মাস চলে বিচারপ্রক্রিয়া।

510
একজন অভিযুক্ত

এই মামলায় আগেই চার্জশিট দিয়েছিল তদন্তকারী সংস্থা সিবিআই। সেখানে ধৃত সিভিক ভলান্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছিল।

610
সিবিআই-এর দাবি

শিয়ালদহ আদালতে সিবিআই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়েই সর্বোচ্চ সাজা ফাঁসি-র দাবি জানিয়েছে। আগেই নির্যাতিতার পরিবার সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন করেছিল।

710
সিবিআই-এর বিরোধিতা

সঞ্জয় রায়ের আইনজীবী আদালতে সিবিআই-এর বিরোধিতা করেছে। আইনজীবীর দাবি ঘোটা ঘটনা সাজানো। মিথ্যা মামলায় ফাঁসান হয়েছে তাঁর মক্কেলকে।

810
সিবিআই-এর পাল্টা দাবি

সিবিআই জানিয়েছে, এই ঘটনার তদন্তে যে সমস্ত তথ্যপ্রমাণ মিলেছে, তাতে এক জনই অভিযুক্ত। এক জনের পক্ষেও যে ওই ঘটনা সম্ভব, তা বলা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের রিপোর্টেও।

910
সঞ্জয়ের বিরুদ্ধে প্রমাণ

ধৃত সিভিককে সিসি ক্যামেরার ফুটেজে ওই সেমিনার হলে ঢুকতে এবং বেরোতে দেখা গিয়েছে। কলকাতা পুলিশ ঘটনার পরের দিন তাঁকে গ্রেফতার করে। পরে এর তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

1010
আরজি কর হত্যাকাণ্ড

৯ অগস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তাঁকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ।

click me!

Recommended Stories