সপ্তাহান্তে বাড়ি থেকে বেরিয়ে বিপত্তি, শহরের এই লাইনে সম্পূর্ণ বন্ধ মেট্রো পরিষেবা!

Published : Mar 20, 2025, 01:59 PM ISTUpdated : Mar 22, 2025, 11:05 AM IST
Kolkata metro

সংক্ষিপ্ত

সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তি! তবে এবার একদিনের জন্য নয়। আগামী ২২ মার্চ আইপিএল (IPL 2025) ম্যাচ শুরুর প্রথম দিন থেকেই যাত্রীদের জন্য মেট্রোর দরজা বন্ধ থাকছে Green Line-এ। মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, আগামী ২২ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য প্রত

কলকাতা: সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তি! তবে এবার একদিনের জন্য নয়। আগামী ২২ মার্চ আইপিএল (IPL 2025) ম্যাচ শুরুর প্রথম দিন থেকেই যাত্রীদের জন্য মেট্রোর দরজা বন্ধ থাকছে Green Line-এ। মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, আগামী ২২ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য প্রতি রবিবার বন্ধ থাকবে হাওড়া ময়দান (Howra Maidan Metro) থেকে এসপ্ল্যানেড (Esplaned) এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে (Sealdah Sector V) মেট্রো পরিষেবা।

সূত্রের খবর, ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সম্পূর্ণ লাইনে কমিউনিকেশন বেস্ট ট্রেন কন্ট্রোল সিস্টেমের টেস্টিং এর কাজ করা হবে ওই দিনগুলি। উল্লেখ্য হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ (Sealdah Metro) থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত দুটি ভাগে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের মেট্রো চলাচল করে (Kolkata Metro Rail)।

মূলত শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে অংশের কাজ বাকি রয়েছে, সেই অংশের সঙ্গে বাকি যে অংশ চলাচল করে সেই অংশের কমিউনিকেশন বেস্ট ট্রেন কন্ট্রোল সিস্টেমের পরীক্ষামূলক কাজ চালানো হবে প্রতি রবিবার করে। যারফলে ২২ মার্চ থেকে আপাতত প্রতি রবিবার বন্ধ থাকছে গ্রিন লাইনে মেট্রো পরিষেবা (Kolkata Metro News Update)

মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, বর্তমানে রাজ্যে মেট্রো কানেক্টিভিটি বাড়াতে শহরের বিভিন্ন প্রান্তে চলছে জোরকদমে মেট্রোরেল সম্প্রসারণের কাজ। আর এই কাজ দ্রুত শেষ করতে এবার প্রতি রবিবার করে প্রযুক্তিগতভাবে পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। যারফলে সাময়িক যাত্রী ভোগান্তি হলেও আখেরে এই লাইনগুলিতে মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে সবথেকে বেশি সুবিধা পাবেন নিত্যযাত্রীরা।

জানা গিয়েছে, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে অংশের কাজ বাকি রয়েছে সেই কাজ সম্পূর্ণ হয়ে গেলে সরাসরি যোগাযোগ বাড়বে সল্টলেক টু হাওড়া ময়দান মেট্রোর (Howrah Maidan Metro)। কারণ, বর্তমানে এই লাইনে এসপ্ল্যানেড থেকে গঙ্গার নীচ দিয়ে সরাসরি হাওড়া ময়দান পর্যন্ত যায় মেট্রো। কিন্তু নতুন লাইন সম্প্রসারণ হলে যাত্রীদের আর গন্তব্যে ভেঙে-ভেঙে বা বারবার মেট্রো বদল করে যেতে হবে না। শুধু তাই নয়, সপ্তাহের অন্যান্য দিন স্কুল-কলেজ, অফিস, আদালত সবকিছু খোলা থাকায় মেট্রোয় যাত্রী চাপ অনেকটাই বেশি থাকে। কিন্তু রবিবার ছুটির দিন থাকায় যাত্রী সংখ্যা তুলনামূলক ভাবে কম থাকায় কাজ করতে অতটা বেগ পেতে হবে না বলেই এই সিদ্ধান্ত। জানিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ (East West Metro)। তবে শহরের বাকি লাইনে মেট্রো পরিষেবা সবদিনই স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
Today Live News: India vs South Africa T20 - দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ