COVID in Kolkata: কলকাতায় আবার করোনার গ্রাস! ৬ মাসের শিশুও হাসপাতালে ভর্তি

Published : Dec 22, 2023, 08:13 AM IST
covid baby

সংক্ষিপ্ত

সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড খিঁচুনি হচ্ছিল আক্রান্ত শিশুটির। মেডিক্যাল কলেজে ভর্তি করানোর হয়েছে করোনা আক্রান্ত হওয়া ওই ৬ মাসের শিশুকে ।

ভারত জুড়ে আবার মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন প্রায় সাতশো মানুষ। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের তরফ থেকে প্রত্যেকটি রাজ্যকে সতর্ক করে পাঠানো হয়েছে জরুরি নির্দেশিকা। পশ্চিমবঙ্গেও করোনা পরীক্ষা করার জন্য সমস্ত জেলার প্রশাসনিক কর্তাদের সতর্ক করা হয়েছে। নির্দেশ মেনে, ‘করোনা লাইক ইলনেস’ অর্থাৎ করোনার মতো অসুখের উপসর্গ থাকলেই রোগীদের কোভিড (COVID) পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা তিনজন রোগীর দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

-


বর্তমানে কলকাতার ৩ টি হাসপাতালে ৩ জন করোনা আক্রান্ত । করোনা আক্রান্ত ৩ রোগীর মধ্যে ২ জন কলকাতার বাসিন্দা। করোনা আক্রান্ত হয়েছে বিহারের ৬ মাসের এক ছোট্ট শিশুও। সূত্রের খবর, গত ৬ দিন ধরে প্রচণ্ড খিঁচুনি হচ্ছিল আক্রান্ত শিশুটির। মেডিক্যাল কলেজে ভর্তি করানোর হয়েছে করোনা আক্রান্ত হওয়া বিহারের ওই ৬ মাসের শিশুকে । বাকি ২ জন রোগীকে কলকাতার দুই বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা চালানো হচ্ছে।

-

নতুন করে যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের শরীরে করোনার ভাইরাসের জে এন ১ ভ্যারিয়েন্ট (COVID JN1) রয়েছে কিনা, তা জানতে শারীরিক নমুনার জিনোম সিকোয়েন্স করার জন্য কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্সে পাঠানো হবে। সূত্রের খবর, বুধবার রাজ্যের সরকারি হাসপাতালে মোট ১৯৩ জনের আরটিপিসিআর পরীক্ষা হয়। তবে কারোর রিপোর্ট পজিটিভ আসেনি। আপাতত আক্রান্ত হওয়া তিন রোগীকে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।

-

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

PREV
click me!

Recommended Stories

মেসি-কাণ্ডে কলকাতাকে বদনাম করার চেষ্টা! জয় শ্রীরাম স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের