দুপুরেও ছিলো হাসিখুশি, তারপর দরজা খুলতেই দম্পতিকে দেখে আতঁকে উঠলেন প্রতিবেশীরা

সংক্ষিপ্ত

ট্যাংরা কাণ্ডের রেশ কাটতে না কাটতে ফের বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ (Kolkata Crime News)। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে, দক্ষিণ কলকাতার গড়িয়ার আদর্শনগরে (West Bengal today News)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘরের ভিতর

কলকাতা: ট্যাংরা কাণ্ডের রেশ কাটতে না কাটতে ফের বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ (Kolkata Crime News)। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে, দক্ষিণ কলকাতার গড়িয়ার আদর্শনগরে (West Bengal today News)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘরের ভিতর থেকে স্বামী-স্ত্রী দুজনকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সূত্রের খবর, মৃত স্বামীর নাম তরুণ দাস (৪৫) ও তাঁর স্ত্রীর নাম আশা দাস (৩৬)। দীর্ঘ ছয় মাস ধরে স্থানীয় গুরুপদ মণ্ডলের বাড়িতে ভাড়া থাকতেন ওই দম্পতি। তাঁদের দুই সন্তান এক ছেলে, এক মেয়েও রয়েছে। বাবা-মাকে অকালে হারিয়ে অথৈ জলে তারা।

Latest Videos

আরও জানা গিয়েছে, স্বামী-স্ত্রী দুজনেই কাজ করতেন। প্রতিদিনের মতোন বুধবার দুপুরেও কাজ করে বাড়ি ফিরে আসেন তাঁরা। কথা বলেন পাড়া প্রতিবেশীদের সঙ্গেও। দুপুরেও তাঁদের হাসিখুশি মুখ দেখেই কিছুই আন্দাজ করতে পারেননি পাড়ার লোকেরা।

জানা গিয়েছে, ওই একই বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন আশা দাসের বোনও। এদিন সকালে বোনের ছেলেই প্রথম তাঁদের ঝুলন্ত দেহ দেখতে পান। সেই পরিবারের বাকি সদস্যদের ও প্রতিবেশীদের মাসি-মেসোর আত্মহত্যার খবর দেয়। খবর দেওয়া হয় স্থানীয় থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠায় (Death News)।

অন্যদিকে, দম্পতির একই সঙ্গে এভাবে আত্মহত্যার ঘটনায় হতবাক তাঁদের পাড়ার লোকেরা। স্থানীয় প্রতিবেশীদের দাবি, বুধবার দুপুরেও কাজ থেকে বাড়ি ফিরে হাসিখুশিই ছিলেন তরুণ ও আশা। বাইরে থেকে দেখে তাঁদের কিছুই বোঝা যায়নি। ইয়ার্কি-আড্ডাও মারছিলেন প্রতিবেশীদের সঙ্গে। দুপুরে একসঙ্গে খাওয়া-দাওয়াও করেন তাঁরা। তারপরই খবর আসে তাঁদের আত্মহত্যার। কিন্তু কী কারণে ওই দম্পতি হঠাৎ এই চরম সিদ্ধান্ত নিলো সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। তাঁদের নিজেদের মধ্যে কোনও ঝামেলা চলছিল নাকি, অন্য কোনও কারণ তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police Investigation)।

Share this article
click me!

Latest Videos

'২৬ হাজার চাকরি বাতিলে দায়ী মমতার সরকার', দেখুন কী বলছেন সুকান্ত-সুজন-সৌম্য
কেন যোগ্য অযোগ্য বাছাই করেন নি? এসএসসি ভবনে প্রশ্ন করেছিলেন শুভেন্দু, ভাইরাল সেই ভিডিও