সন্দীপের কি নার্কো টেস্ট কবে হবে? আরজি কর কাণ্ডে CFSL রিপোর্ট সিবিআই-এর হাতে

Published : Sep 23, 2024, 11:17 PM ISTUpdated : Sep 23, 2024, 11:24 PM IST
Sandip Ghosh

সংক্ষিপ্ত

আরজি করের ঘটনাস্থলের নমুনা সংক্রান্ত সিএফএসএল রিপোর্ট সিবিআই দফতরে এসে পৌঁছেছে ইতিমধ্যেই। রিপোর্ট খোলার জন্য আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। 

আরজি কর কাণ্ডে এবার সিএফএসএল রিপোর্ট এল সিবিআই-এর দফতর। তবে পিছিয়ে গেল সন্দীপ ঘোষের নার্কো টেস্টের আবদেনের শুনানি। কারণ সিবিআই শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে। সোমবার আলিপুর আদালতে সন্দীপ ঘোষের দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল। আর আরজি কর হাসপাতালে চিকিৎসক হত্যা ও খুনের ঘটনার মামলার শুনানি ছিল শিয়ালদহ কোর্টে।

CFSL রিপোর্টঃ

আরজি করের ঘটনাস্থলের নমুনা সংক্রান্ত সিএফএসএল রিপোর্ট সিবিআই দফতরে এসে পৌঁছেছে ইতিমধ্যেই। রিপোর্ট খোলার জন্য আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তাতে অনুমতি দিয়েছে আদালত। নিয়ম অনুযায়ী সাক্ষীদের উপস্থিতিতেই খোলা হয় এই রিপোর্ট।

নার্কো টেস্টের আবেদনঃ

টালা থাকার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষের নার্কো টেস্টের অনুমতি নেওয়ার আবেদন জানানোর কথা ছিল সোমবার। কিন্তু তা পিছিয়ে দেওয়ার আবেদন জানায় সিবিআই। কেন্দ্রীয় সংস্থার কথায় সিএফএসএল এক্সপার্ট অন্য মামলায় ব্যস্ত থাকবেন। তাই ২৫ সেপ্টেম্বর আদালতের অনুমতি নেওয়ার আবেদন জানালে ভাল হয়। সিবিআই-এর এই আর্জি মেনে নিয়েছে আদালত। অর্থাৎ সন্দীপের নার্কো আর অভিজিতের পলিগ্রাফ পরীক্ষা হবে কিনা তা ঠিক করা হবে আগামী ২৫ সের্টেম্বর।

সিবিআই এদিন আদালতে জানায়, সন্দীপরা প্রভাবশালী। ডিজিটাল ডেটা ক্লোন করতে দেওয়া হয়েছে। তাই তদন্তের স্বার্থে তাদের ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হোক। ধৃত সন্দীপ ঘোষ-সহ চারজনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আলিপুর বিশেষ সিবিআই আদালত। আরজি করে চিকিৎসক হত্যা ও খুনের ঘটনা ঘটে গত ৯ আগস্ট। সেই সময় আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি ছিলেন অভিজিৎ মণ্ডল। পরবর্তীকালে দুজনকেই তাঁদের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এবার দুইজনকে গ্রেফতার করেছে সিবিআই।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর