করোনার থাবা এবার পশ্চিমবঙ্গেও, চিকিৎসকদের যথাসাধ্য চেষ্টার পরেও খাস কলকাতায় প্রাণ হারালেন বৃদ্ধ

ইতিমধ্যেই করোনা মোকাবিলার জন্য বিশেষ গাইডলাইন চালু করেছে কেন্দ্র সরকার। তার আগেই কলকাতায় ছড়াল আতঙ্ক।

Web Desk - ANB | Published : Mar 26, 2023 7:28 AM IST / Updated: Mar 26 2023, 02:38 PM IST

করোনায় আক্রান্ত হয়ে খাস কলকাতায় প্রাণ গেল এক বৃদ্ধের। শনিবার সকালে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব এক ব্যক্তির। হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তির কো-মর্বিডিটি ছিল। করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি অন্যান্য শারীরিক সমস্যাতেও আক্রান্ত ছিলেন তিনি। তবে, কোভিডের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। কারণ, ইতিমধ্যেই করোনা মোকাবিলার জন্য বিশেষ গাইডলাইন চালু করেছে কেন্দ্র সরকার। বাংলার কোভিড পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে সোমবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা।
 

হাসপাতাল সূত্রে খবর, করোনায় আক্রান্ত হয়ে যিনি মারা গিয়েছেন, তাঁর নাম গোবিন্দ কুণ্ডু, ওই ব্যক্তির বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর বাড়ি নদিয়া জেলায়। কয়েকদিন আগেই তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। গত চার দিন ধরে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার রাতে অবস্থা আরও খারাপ হতে থাকার দরুন তড়িঘড়ি তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন সকালে ওই হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।

Latest Videos

বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে জানা গেছে, বয়সজনিত কারণ থাকা ছাড়াও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ছিল গোবিন্দ কুণ্ডুর। অনেক আগে থেকেই তিনি সিওপিডি সমস্যা ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। ১৯৭৭ সালে একবার তিনি যক্ষ্মা রোগেও আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার রাত থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে বাইপ্যাপে ছিলেন তিনি। করোনা আক্রান্তের পাশাপাশি কো-মর্বিডিটির জেরেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন-
ভারতে আবার বাড়তে শুরু করেছে করোনা, লকডাউনের আশঙ্কা এড়াতে নয়া কোভিড গাইডলাইন জারি করল কেন্দ্র
Mann Ki Baat: ৯৯ তম ‘মন কি বাত’-এ অঙ্গদান করার জন্য দেশবাসীকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বাড়িঘরের সাথে দুমড়ে মুচড়ে আছে গাড়ির স্তূপ, টর্নেডোর আক্রমণে মিসিসিপি যেন মৃত্যুপুরী
‘মোদী’ পদবীর সঙ্গে ভ্রষ্টাচারের যোগ? খোদ বিজেপি নেত্রীর টুইটার পোস্ট ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া

Share this article
click me!

Latest Videos

আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024
১১ বছরে পদার্পণ South 24 Parganas-র রায়বাঘিনী শ্যামা পুজো! উপচে পড়া ভিড় মাকে দেখার জন্য | Kali Puja