সংক্ষিপ্ত

শুভেন্দু অধিকারী বলেন, 'আমি দাবি করছি তন্ময় ভট্টাচার্যকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। সত্যতা না থাকে তাহলে নিশ্চিতভাবে বিচারে আইনে যা থাকে তাই হোক।'

 

মহিলা সাংবাদিক হেনস্থা-কাণ্ডে সাসপেন্ড হওয়া সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে নিয়ে আবারও বিস্ফোরক তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনই তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতার করবেন না। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় সিপিকে বলে দিয়েছে তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতার করতে না।' পাশাপাশি তিনি তন্ময় ভট্টাচার্যকে হেফাজতে নিয়ে মহিলা সাংবাদিকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের দাবিও করেন।

শুভেন্দু অধিকারী বলেন, 'আমি দাবি করছি তন্ময় ভট্টাচার্যকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। সত্যতা না থাকে তাহলে নিশ্চিতভাবে বিচারে আইনে যা থাকে তাই হোক।' তিনি আরও বলেন, একটি স্বাধীন সংস্থার এই ঘটনার তদন্তের ভার দেওয়া উচিৎ। তিনি আরও বলেন, 'ইন্দিরা মুখোপাধ্যায় ছাড়া অনেক ভাল দায়িত্বজ্ঞান সম্পন্ন মহিলা আইপিএস অফিসারের হাতে তদন্তভার দেওয়া উচিৎ।' তিনি সিট গঠন করে তদন্তের কথাও বলেন। তিনি আরও বলেন কিন্তু মমতার সরকার এইসবকিছুই করবে না। একদিকে তারা আন্দোলন করবে। অন্যদিকে তৃণমূলের সমর্থকরা তন্ময় ভট্টচার্যের ঘটনা প্রতিবাদে মিছিল করবে। এটা দ্বিচারিতা ছাড় আর কিছুই নয়।

গতকালও এই ইস্যুতে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন তন্ময় ভট্টাচার্য তৃণমূলে যোগ দিতে পরেন। তিনি বলেন, 'তৃণমূল কংগ্রেসের ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে তারপর তন্ময় ভট্টাচার্য তৃণমূলের ঝাণ্ডা ধরবেন।'

শুভেন্দু আরও বলেন বরানগরে তন্ময় ভট্টাচার্য ভোট কেটেই তৃণমূল কংগ্রেসকে জেতার পথ তৈরি করে দিয়েছিলেন। প্রায় ২ লক্ষের মত ভোট পেয়েছিলেন তন্ময়। এলাকায় তাঁর প্রভাব প্রতিপত্তি রয়েছে বলেও দাবি করেন বিজেপি নেতা। তিনি আরও বলেন শুধু বরাহনগর নয়, তন্ময়ের প্রভাব রয়েছে সুদূর দমদম পর্যন্ত। তাই তন্ময়কে দল টানতেই পারে তৃণমূল কংগ্রেস। কথা প্রসঙ্গে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের কথাও তুলে আনেন। তিনি বলেন, ঋতব্রতও মহিলা হেনস্থা-কাণ্ডে অভিযুক্ত ছিলেন। সেই ঘটনার ছবিও ছিল। সিপিএম বহিষ্কারও করে। তারপর তৃণমূল ঋতব্রতকে বড় পদ দিয়ে দলে টানে। তন্ময় ভট্টাচার্যের ঘটনাও তেমন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।