Christmas 2023: বড়দিনে সবথেকে বেশি ভিড় টানল কলকাতার কোন কোন স্পট? ইকো পার্ক টু চিড়িয়াখানা, রইল ভিড়ের রেকর্ড

Published : Dec 26, 2023, 11:43 AM IST
alipore zoo

সংক্ষিপ্ত

ছোট থেকে বড়, সমস্ত বয়সি মানুষদের মিলনক্ষেত্রগুলিতে দ্বিগুণ ভিড় দেখা যায় প্রত্যেক বছরই। কিন্তু, ২০২৩ সালে দেখা গেল কিছুটা ভিন্ন ছবি।

বড়দিনে কলকাতার পার্ক স্ট্রিট থেকে বো ব্যারাক, যতই আকর্ষণীয় সমস্ত ডেস্টিনেশন থাকুক না কেন, ছোট থেকে বড়, সমস্ত বয়সি মানুষদের মিলনক্ষেত্রগুলিতে দ্বিগুণ ভিড় দেখা যায় প্রত্যেক বছরই। কিন্তু, ২০২৩ সালে দেখা গেল কিছুটা ভিন্ন ছবি। 


-

হিসেব অনুযায়ী, এবছরের শীতে শহরের সার্বিক ভিড় গত বছরের তুলনায় সামান্য হলেও কম দেখা গেছে। ২০২২ সালের বড়দিনে চিড়িয়াখানা, ইকো পার্কে প্রায় লক্ষ মানুষের জোয়ার দেখা গিয়েছিল, সেখানে ২০২৩ সালে সর্বোচ্চ ভিড়ের মাত্রা কোনও মতে ৬০ হাজার পার করেই থমকে গেছে। 

 

গত বছরের তুলনায় ভারতীয় জাদুঘর এবং আলিপুর মিউজিয়ামেও ভিড় অনেক কম দেখা গেছে বছরের বড়দিনে। ২০২২-এর বড়দিনে জাদুঘরে ১১ হাজার এবং আলিপুর জেল মিউজিয়ামে ১৪ হাজার মানুষের ভিড় জমা হয়েছিল। এবার তা কমে দাঁড়িয়েছে ৭ হাজার এবং ৮ হাজার ৮৭৯-তে। তবে, সায়েন্স সিটিতে কিছুটা ভিড় বেড়েছে, গত বার সেখানে ২২ হাজার ৫০০ মানুষের জমায়েত হয়েছিল, এবছর বড়দিনে সায়েন্স সিটির ভিড় ঊর্ধ্বমুখী। সোমবার সায়েন্স সিটিতে ২৫ হাজার ৪০০ মানুষের ভিড় হয়েছে।

-

শীতের বেড়ানোর অমোঘ আকর্ষণ চিড়িয়াখানার ভিড় গত বছর কিছুটা কম ছিল ইকো পার্কের তুলনায়। গত বড়দিনে ৮৭,৩৭৩ মানুষের ভিড় হয়েছিল আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo)। এ বছর সেই ভিড়ে ইকো পার্ককে ফের টেক্কা দিয়েছে আলিপুর। এ বারের বড়দিনে চিড়িয়াখানায় গিয়েছিলেন ৬৩ হাজার ৮২০ জন মানুষ, ইকো পার্কে গিয়েছিলেন ৫৭ হাজার ৬০৩ জন, ভিড়ের চাপে তৃতীয় স্থানে রয়েছে সায়েন্স সিটি, সেখানে গিয়েছিলেন ২৫ হাজার ৪০০ জন মানুষ। 

PREV
click me!

Recommended Stories

Lakshmir Bhandar: নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডারে ডবল টাকা বাড়ানোর সিদ্ধান্ত? নয়া আপডেট
বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?