কলকাতায় পাকিস্তানি জঙ্গিযোগ, ইডেনে খেলতে এলেন না বিরাট, এক ঝলকে পড়ে নিন শহরের সেরা ১০ খবর

এক ঝলকে দেখে নিন সারা দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ ১০টি খবর। বিশেষ নিবেদন নিয়ে এল এশিয়ানেট নিউজ বাংলা। 

জঙ্গি যোগ সন্দেহে গ্রেফতার হয়েছিল মহম্মদ সাদ্দাম এবং মহম্মদ সইদ। তাদের জেরা করে ৯ জানুয়ারি সন্ধেবেলা মধ্যপ্রদেশের বাসিন্দা আব্দুল রাকিব কুরেশিকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হল। বিচারক তাঁকে ২৩ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এই ক্রিকেট ম্যাচের জন্য বুধবার উপস্থিত সম্পূর্ণ ভারতীয় দল, শুধু দেখা গেল বিরাট কোহলিকে। কন্যা ভামিকার ২ বছর পূর্তি উপলক্ষ্যে পরিবারের সঙ্গেই তিনি সময় কাটাবেন বলে জানা গেছে।

Latest Videos

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রইল ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমি ঝঞ্ঝার কারণে কলকাতার তাপমাত্রার পারদ বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

তৃণমূল মেয়র পারিষদ তথা কলকাতার ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমির উদ্দিন ববির হোটেলে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার দুপুরে কলকাতার মৌলালির ওই হোটেলে বেশ কিছু ক্ষণ ছিলেন তাঁরা। রিপন স্ট্রিটের হোটেলের নথিপত্র খতিয়ে দেখা হয় বলে খবর।

১৬ জানুয়ারি সোমবার, কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছিল চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন। তিন দিক থেকে মিছিল এসে জমায়েত হবে ধর্মতলার মেট্রো চ্যানেলে। বুধবার হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলার ভিড় থাকবে। তাই ১৬ জানুয়ারির পরিবর্তে ১৮ জানুয়ারি রানি রাসমণি অ্যাভিনিউতে মিছিল করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার কাছে দুঃখপ্রকাশ করল রাজ্য। চলতি সপ্তাহে বিচারপতির বিরুদ্ধে হাই কোর্ট চত্বরে যে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়েছে, তা নিয়ে দুঃখপ্রকাশ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার আবার সিবিআই দফতরে হাজিরা দিলেন তাপস মণ্ডল। বুধবার কলকাতার নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে কিছু নথি নিয়ে হাজির হলেন তিনি।

বগটুই কাণ্ডের প্রধান অভিযুক্ত লালন শেখের ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট হল না কলকাতা হাই কোর্ট। রিপোর্ট পাঠানো হবে দিল্লির এমস এবং কলকাতার এসএসকেএম হাসপাতালে। দুই হাসপাতাল নতুন করে লালনের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে নিজেদের মত জানাবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

বুধবার কলকাতার আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলায় আগত সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় শুরু হচ্ছে গঙ্গা আরতির প্রস্তুতি। বৃহস্পতিবার ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। তাই আজ থেকেই এই গঙ্গা আরতির কাজ শুরুর করার পরিকল্পনা রয়েছে। কাশী বিশ্বনাথ ঘাটে যেভাবে গঙ্গা আরতি হয়, সেই আদলেই হবে কলকাতার গঙ্গা আরতি।

মোমিনপুর হিংসা মামলায় যে সাতজন এখনও পলাতক, তাঁদের নামে এনআইএ আদালতের নির্দেশে জারি হল গ্রেফতারি পরোয়ানা। সম্প্রতি সালাউদ্দিন, জাকির হোসেন ও টিপুর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সেই তিনজনের নামও রয়েছে এই পরোয়ানায়।

 

Share this article
click me!

Latest Videos

বিজেপির সদস্য সংগ্রহের অভিযান! বেলেঘাটায় শুভেন্দুর পাশে জনতার ঢেউ | Suvendu Adhikari News Today
বেলডাঙায় কার্তিক পুজোয় হামলা সংখ্যালঘুদের, গর্জে উঠে যা বললেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
'মাননীয়া আপনি পুলিশমন্ত্রী পদ অভিষেককে ছেড়ে দিন' মমতার কাছে আবেদন হুমায়ুন কবীরের
‘সৌগতদা দ্রোণাচার্য লেভেলে চলে গিয়েছে’ সৌগত রায়কে তীব্র কটাক্ষ মদন মিত্রের | Madan Mitra News Today