'আদালতের সম্মান নষ্ট করবেন না', বুধবার সতর্ক করলেন বিচারপতি রাজাশেখর মান্থা

সোমবার বিচারপতি রাজশেখর মান্থার আদালতের বাইরে যে বিক্ষোভ হয়েছিল সে সম্পর্ক অবহিত প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তিনি ঘটনার ছবি ও ভিডিও সংরক্ষণের নির্দেশ দিয়েছে।

বুধবার সকাল থেকেই বেশ খানিকটা স্বাভাবিক চিত্র দেখা গেল কলকাতা হাই কোর্ট চত্বরে। দু'দিন পর অবরোধ উঠলেও উঠল না বয়কট। তবে বুধবার সকাল থেকেই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুরু হয়েছে স্বাভাবিক বিচার প্রক্রিয়া। গতকাল কয়েকদিন ধরেই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে চরম বিশৃঙ্খলার চিত্র দেখা যায়। এই বিচারপতির বাড়ির সামনে কুরুচিকর পোস্টার এবং এজলাসের বাইরে বিক্ষোভের ঘটনা চরম সমালোচনা করা হয় বিভিন্ন মহল থেকে। ঘটনার নিন্দা করেছেন স্বয়ং রাজ্যপালও। এবার এই প্রসঙ্গে কড়া বার্তা দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার।

সোমবার বিচারপতি রাজশেখর মান্থার আদালতের বাইরে যে বিক্ষোভ হয়েছিল সে সম্পর্ক অবহিত প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তিনি ঘটনার ছবি ও ভিডিও সংরক্ষণের নির্দেশ দিয়েছে। দক্ষিণ কলকাতার যোধপুরপার্ক এলাকায় বিচারপতি মান্থার বাসভবনের মূল দরজা ও দেওয়ালের সঙ্গে আসপাশের বেশ কিছু বাড়ির দেওয়া একই ধরনের অভিযোগ জানিয়ে পোস্টার সাঁটানো হয়েছে। বুধবার হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসুমল্লিককে বিচারপতি মান্থা বলেছিলেন,'আমি অনুরোধ করছি, আদালতের সম্মান নষ্ট করবেন না। শুধুমাত্র আমার এজলাস নয়, অন্য কোনও বিচারপতির ক্ষেত্রেও যেন এমন না হয়, সেদিকে নজর রাখুন।'

Latest Videos

বিচার রাজাশেখর মান্থার বাড়ির সামনে কুরুচিকর পোস্টার, বিচারপতির এজলাসের বাইরে পথ অবরোধ করে বিক্ষোভের বিরুদ্ধে এবার কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গোটা ঘটনার তীব্র নিন্দা করে তিনি জানিয়েছেন,'বিচার ব্যবস্থাকে কখনও সন্ত্রস্ত করা যায় না, এটা কোনওভাবেই হতে দেওয়া যায় না।' মঙ্গলবার এই মর্মে কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্যের সরাষ্ট্র সচিবকে ডেকে পাঠান রাজ্যপাল। বিচারপতিকে যথাযথ সুরক্ষা দেওয়ার নির্দেশ দেন তিনি। সুরক্ষা ব্যবস্থায় যেন বিচারপতি আশ্বস্ত হন সে বিষয়ও নজর রাখতে বলা হয়েছে। শুধু তাই নয়। বিচারপতি আরও বলেন,'কারও কোনও রায় পছন্দ না হলে উচ্চ আদালতে যেতে পারে, কিন্তু বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা পৃথিবীর কোথাও হয় না।' সূত্রের খবর পোস্টার খোলা হয়েছে কি না সেবিষও জানতে চান রাজ্যপাল। কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে সন্তুষ্ট হলেও গোটা ঘটনাটি দিল্লিতে জানাবেন বলে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরও পড়ুন - 

বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখার জন্য সবকিছু করতে হবে, বিচারপতি মান্থার বিরুদ্ধে বিক্ষোভে উদ্বেগ রাজ্যপালের

আজ থেকেই শুরু হবে যোশীমঠে বাড়ি ভাঙার কাজ, সঙ্গে দেখুন দেশের আরও গুরুত্বপূর্ণ খবর

মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ সৌজন্যে আপ্লুত রাজ্যপাল, রাজনীতির অলিন্দে আর কোথায় কি কি ঘটল

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts