চারিদিকে এখন শীতের আমেজ। ক্রমে নামছে তাপমাত্রার পারদ।
এবছর বঙ্গে শীত ঢুকল তাড়াতাড়ি বলা চলে। ইতিমধ্যে রোজ অনুভূত হচ্ছে শীতের আমেজ।
সকালে বইছে উত্তুরে হাওয়া। রোজই একটু একটু করে কমছে তাপমাত্রার পারদ।
এই আমেজের মধ্যেই এল বৃষ্টির পূর্বাভাস। চোখ রাঙাচ্ছে নিম্নচাপ ফেনজল।
জানা গিয়েছে, এই শীতের আমেজে জেলায় জেলায় হতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের সব জেলাতেই আছে বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে আছে বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের পূ্ৃর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হবে বৃষ্টি।
চলতি সর্তাকে আরও পারদ নামবে। বাড়বে কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদায় কুশায় দাপট।
দক্ষিণবঙ্গের পশ্চিত বর্ধমান ও পুরুলিয়ায় কুয়াশা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে।
আজ কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়ারের আশেপাশে থাকবে। সকাল থেকে শীত অনুভূত হবে।
রোজই কমছে ঠান্ডার পারদ। শীতের আমেজ অনুভূত হচ্ছে সর্বত্র। আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতায়।
Sayanita Chakraborty