'৭ তারিখেই...', বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বিরাট আপডেট! অবশেষে মিলবে DA?

বাংলার সরকারি কর্মীদের ডিএ নিয়ে মিলতে চলেছে বিরাট আপডেট। অবশেষে কি জট কাটতে চলেছে! আপডেট হাতে পাওয়ার তারিখও জানা গিয়েছে। তাহলে কি ওই তারিখে সব সমস্যার সমাধান পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মীরা। জেনে নিন বিস্তারিত।

Parna Sengupta | Published : Dec 26, 2024 11:28 AM
110

আমরা সবাই ২০২৫ সালের দোরগোড়ায়। হাতে গোনা কয়েকটা দিন পরই নতুন বছর।

210

তবে এখনও সুরাহা হয়নি বাংলার সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) মামলার।

310

সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলার পরবর্তী শুনানি রয়েছে ২০২৫ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ। আপাতত সকলের নজর সেই দিকে।

410

গতবার অ্যালেন পার্কে ক্রিসমাস অনুষ্ঠানের সূচনার অনুষ্ঠানে এসে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির (DA Hike) ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

510

এবারেও সবাই সেই দিকে চেয়ে থাকলেও তেমন কিছুই হয়নি। জুটেছে খালি হতাশা। তাই আপাতত সকলের ভরসা সুপ্রিম রায়।

610

সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে, সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত।

710

বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা।

810

২০২২ সালের ২০ মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া।

910

সেই ২০২২ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে ২০২৪ সাল। হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল।

1010

তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলেও বারে বারে শুনানি পিছিয়ে গিয়েছে। এবারে একেবারে নতুন বছরে রয়েছে শুনানির দিন

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos