পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে বিতর্ক অব্যাহত। ১৪ শতাংশ ডিএ-তে অসন্তুষ্ট কর্মীদের জন্য ১৮ শতাংশ ডিএ ঘোষণা করেও মন জয় করতে পারেননি মুখ্যমন্ত্রী। কর্মীদের দাবী, কেন্দ্রের সমহারে ডিএ বৃদ্ধি।
রাজ্য সরকারের উদ্দেশ্যে তোপ দেগে শুভেন্দু বলেন, পুজোর চাঁদা দিচ্ছেন ৮০ হাজার। ইমাম মোয়াজ্জেমজের দিয়েছেন, পুরোহিতদের দেবেন বলেছেন।
610
… বিধানসভা ভোট কঠিন হলে দেখা যাবে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন ১৫০০ টাকা। কিন্তু তিনি কেন্দ্রের হারে ডিএ, আর চাকরি দেবেন না।
710
তিনি আরও বলেন, অত্যাচারী মুখ্যমন্ত্রীর কয়েক দফার ভিক্ষার মতো করে ছুঁড়ে দেওয়া ৩-৪-৫ শতাংশ ডিএ আপনারা পাচ্ছেন, সেটা সংগ্রামী যৌথ মঞ্চের আপসহীন লড়াইয়ের ফল।
810
এদিকে এখনও রাজ্য সরকারী কর্মীদের ডিএ নিয়ে জট কাটেনি। অ্যালেন পার্কের অনুষ্ঠানে অনেকেই আশা করেন মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করবেন।
910
কিন্তু, সেদিনের অনুষ্ঠানে এ প্রসঙ্গে কোনও ঘোষণা না হওয়ায় মন ভাঙে সকল রাজ্য সরকারি কর্মীদের।
1010
এদিকে এখনও কাটেনি জট। নতুন বছর থেকে ঠিক কত শতাংশ ডিএ নিলবে আর কত শতাংশ হারে বেতন বাড়বে তা নিয়ে মেলেনি নিশ্চিত খবর।