আড়াই বছরে এই প্রথমবার...! সুপ্রিম কোর্টের পদক্ষেপে ডিএ মামলায় বেশ চাপে রাজ্য?

Published : Mar 07, 2025, 12:21 PM IST

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্ট অনুযায়ী আগামী ২৫ মার্চ ডিএ মামলার (DA Case) শুনানি সর্বোচ্চ আদালতে। অর্থাৎ ২৫শে মার্চ ডিএ ভাগ্য নির্ধারিত হতে পারে রাজ্য সরকারি কর্মীদের। তবে তার আগে বেশ চাপে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

PREV
110

বাংলার ডিএ (Dearness Allowance) মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে।

210

এরপর আগামী ২৫ মার্চ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সেই ডিএ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে।

410

ডিএ মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে। এদিকে সম্প্রতি ৪% হারে ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার (West Bengal State Government)।

510

বর্তমানে ১৪% হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। এপ্রিল থেকে তা হবে ১৮%। কারণ পয়লা এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে।

610

এবার শুনানির দিন সামনে আসতেই জয় দেখছেন সরকারি কর্মীদের একাংশ।

710

প্রসঙ্গত, এর আগে মোট ১৪ বার ডিএ মামলার (Dearness Allowance) শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে।

810

সেই ২০২২ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে ২০২৫ সাল। এর মাঝে বহুবার ডিএ মামলা শুনানির জন্য উঠলেও শেষমেষ শুনানি হয়নি। বারে বারে পিছিয়ে গিয়েছে তারিখ।

910

তাই এবারে কিছুটা উদ্বেগও রয়েছে সরকারি কর্মীদের মনে।এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের একটি সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক মৃণ্ময় শ্রীমাণী বলেন, ‘গত আড়াই বছরে এই প্রথম মহার্ঘ ভাতা মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে প্রথম ১০০-র মধ্যে উঠেছে (অ্যাডভান্স লিস্টে ৯৫ নম্বরে আছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা)। এটাকে বিজয়ের প্রাক-মুহূর্ত বলা যায়।’

1010

ওদিকে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামলকুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘ সুপ্রিম কোর্টে প্রকাশিত অ্যাডভান্স লিস্টের প্রেক্ষিতে আগামী ২৫ মার্চ ডিএ (Dearness Allowance) মামলাটি উঠছে। বেঞ্চ এবং সিরিয়াল নম্বর এখনও জানা যায়নি।’

click me!

Recommended Stories