মেট্রো যাত্রীদের জন্য সুখবর! ইস্ট-ওয়েস্ট মেট্রোর বউবাজার স্টেশন কি চালু হবে এপ্রিলেই

Published : Mar 06, 2025, 06:09 PM ISTUpdated : Mar 06, 2025, 06:43 PM IST

পয়লা বৈশাখেই কি সুখবর পাবেন মেট্রো যাত্রীরা? আশায় বুক বাঁধছেন যাত্রীরা। কারণ ফেব্রুয়ারির পর আবার মার্চে টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকছে ইস্ট - ওয়েস্ট মেট্রো পরিষেবা। 

PREV
110
পয়লা বৈশাখেই সুখবর

পয়লা বৈশাখেই কি সুখবর পাবেন মেট্রো যাত্রীরা? আশায় বুক বাঁধছেন যাত্রীরা। কারণ ফেব্রুয়ারির পর আবার মার্চে টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকছে ইস্ট - ওয়েস্ট মেট্রো পরিষেবা।

210
শুক্রবার থেকে বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো

টানা আড়াই দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। সমস্যায় পড়তে হবে নিত্য যাত্রীদের। চলতি সপ্তাহের শুক্রবার অর্থাৎ ৭ মার্চ থেকে সোমবার অর্থাৎ ১০ মার্চ পর্যন্ত। তেমনই খবর মেট্রো রেল সূত্রে।

310
বন্ধ থাকার কারণ

কলকাতা মেট্রো সূত্রের খবর,সিগন্যালের কাজ হবে। আর সেই কারণে শুক্রবার সন্ধ্যে থেকে সোমবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো চলাচল।

410
বউবার মেট্রোর কাজ শেষ

ইস্ট -ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হলেও তা কাটা সার্ভিস ছিল। কারণ শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলছিল। অন্যদিকে এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রো চালু ছিল। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু ছিল না। বউবাজার এলাকায় মেট্রোর কাজ চলছিল।

510
গ্রিন লাইন মেট্রো

এসপ্ল্যানেড থেকে শিয়ালদহকে জুড়তে কলকাতা মেট্রোর গ্রিন লাইনের সিগন্যাল ব্যবস্থার আমূল পরিবর্তন আবশ্যিক। তার জন্যই গ্রিন লাইন মেট্রো পরিষেবা বন্ধ রাখার পরিকল্পনা।

610
বউবাজার মেট্রোর কাজ শেষ

বউবার মেট্রোর কাজ শেষ। কিন্তু লাইনের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা সবকিছু খুঁটিয়ে পরীক্ষার জন্যই এবার ৬০ ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত বলেও মেট্রো রেল সূত্রের খবর।

710
২ কিলোমিটার নিয়ে চিন্তা

ইস্ট–ওয়েস্ট মেট্রোর দৈর্ঘ্য ১৬.৬ কিমি হলেও শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ২.৬ কিমি অংশ নিয়েই এই গ্রিন লাইনের যাবতীয় দুশ্চিন্তা।

810
চিন্তার কারণ

২০১৯ থেকে ২০২৩–এর মধ্যে এই লাইনের যে অংশটি বউবাজারের নীচ দিয়ে গিয়েছে, সেই অংশের দুর্গা পিতুরি লেন, স্যাকরাপাড়া লেন এবং গৌর দে লেনের ভূগর্ভে পূর্বমুখী টানেলে অন্তত চারবার ধস নেমেছিল। শেষ পর্যন্ত এই অংশ দিয়ে ট্রেন চালানো যাবে কি না, তা নিয়েই সংশয় দেখা দিয়েছিল।

910
চিন্তার অবসান

শেষ পর্যন্ত টানেল তৈরি করে বউবাজার এলাকার মেট্রো লাইন তৈরি করা হয়। পরীক্ষামূলক পরীক্ষাও হয়েছে।

1010
আশা পয়লা বৈশাখ নিয়ে

এই পরিস্থিতিতেই মেট্রো যাত্রীদের মধ্যে আশ বাড়ছে পয়লা বৈশাখের মধ্যে জুড়ে যেতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো। তারে সুবিধে হবে প্রচুর যাত্রীর।

click me!

Recommended Stories