বকেয়া ডিএ এবার কি পাবেন সরকারি কর্মীরা? অবশেষে মুখ খুললেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়

Published : May 19, 2025, 06:07 PM IST

সোমবার তিন দিনের উত্তরবঙ্গ সফরের উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে কলকাতা বিমানবন্দরে প্রবেশ করার আগে তাকে ডিএ মামলা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি! কী বললেন?

PREV
110

ডিএ (Dearness Allowance) মামলায় রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

210

আগামী ছয় সপ্তাহের পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ দিয়ে দিতে মমতা সরকারকে।

410

শুক্রবার বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠেছিল। প্রথমেই বিচারপতি বলেন, ‘দীর্ঘদিন ধরে বিষয়টি আটকে রয়েছে। এবার ৫০ শতাংশ ডিএ মিটিয়ে দিন।’

510

আদালতের পর্যবেক্ষণ, মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে। তবে রাজ্যের আইনজীবী তুমুল আপত্তি জানান আদালতে।

610

রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, এই মুহূর্তে ৫০ শতাংশ বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয়। রাজ্য চালাতে সমস্যা হয়ে যাবে।

710

এরপরই ২৫% মিটিয়ে দেওয়ার কথা বলা হয়। দুই বিচারপতির বেঞ্চ আরও জানিয়েছেন, আগামী অগস্টে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। সেই সময় মামলার চূড়ান্ত নিষ্পত্তি করা হবে বলা হয়েছে।

810

প্রথম প্রতিক্রিয়া মমতার

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, “কোর্টের কেসে (বিচারাধীন বিষয়ে) আমি কিছু বলি না। যা করি, তা আইনত করি।”

910

অর্থাৎ মমতা স্পষ্ট জানালেন এই বিষয়ে যা করার তা তিনি আইনি ভাবে করবেন। বাইরে এই বিষয়ে কিছু বলতে চাইছেন না মুখ্যমন্ত্রী।

1010

সুপ্রিম কোর্টের রায়ের পর নানা মহলে প্রশ্ন উঠছে, রাজ্য কী আদালতের নির্দেশ মেনে নেবে, না কি ফের অন্য বেঞ্চে মামলা করবে? সূত্রের খবর, এ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা মুখ্যমন্ত্রীই নেবেন।

Read more Photos on
click me!

Recommended Stories