আরও ৩% ডিএ বাড়ছে! এদিনই বাংলায় 7th Pay Commission চালু? সরকারি কর্মীদের বেতন কত হবে?

Published : Jul 18, 2025, 09:38 AM IST

গত ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে এবার থেকে ১৪ শতাংশের বদলে ১৮ শতাংশ হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী। তবে এবার সামনে এল দারুণ খুশির খবর! 

PREV
113

সপ্তম বেতন পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

213

তবে গত ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়।

413

তবে রাজ্যে ডিএ (Dearness Allowance) ইস্যুতে টালবাহানা অব্যাহত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২৫% বকেয়া মহার্ঘ ভাতা মেটায়নি সরকার। যা নিয়ে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে।

513

এরই মধ্যে ফের একবার ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এই নিয়েই এবার মুখ খুললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

613

বকেয়া ডিএ আবহে বাংলায় ষষ্ঠ পে কমিশন নিয়ে ধোঁয়াশা জারি |

মলয়বাবু বলেছেন, ‘২০২৫ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এআইসিপিআই অনুযায়ী আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন। এর ফলে তাঁদের ২০ কিস্তির মেয়াদ পূর্ণ হতে চলল। একইসাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জুলাই থেকে ৫৮ শতাংশ হারে ডিএ পাবেন।’

713

উল্লেখ্য, কেন্দ্রের তরফে এখনও সরকারিভাবে ডিএ বৃদ্ধি নিয়ে ঘোষণা করা হয়নি।

813

উল্লেখ্য, নিয়ম করে বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার। জানুয়ারি ও জুলাইতে। যদিও সরকারিভাবে ঘোষণা কিছুটা পরে করা হয়।

913

সাধারণত দীপাবলির সময় জুলাইয়ের ডিএ বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র। জানুয়ারি এবং জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর করা হয়।

1013

বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ২০২৬-র জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন।

1113

জানুয়ারী ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে বলে মনে করা হচ্ছে। অষ্টম পে কমিশন আসার আগে সপ্তম পে কমিশনের আওতায় শেষ ডিএ বৃদ্ধি হবে জুলাইয়ে।

1213

এই প্রসঙ্গে হতাশা প্রকাশ করে মলয়বাবু বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন হতে চললেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কবে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে, তা সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন।

1313

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন। কবে নয়া পে কমিশন আসবে সেই নিয়েও ধোঁয়াশায় রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা।

Read more Photos on
click me!

Recommended Stories