Published : Jul 18, 2025, 07:29 AM ISTUpdated : Jul 18, 2025, 07:33 AM IST
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নিজন্ন ও সুজন্ন প্রকল্পের মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য স্বল্প খরচে 1BHK এবং 2 BHK ফ্ল্যাট। লটারির মাধ্যমে বরাদ্দ হবে ১২১০ টি ফ্ল্যাট।
স্বপ্নের ঘরে শুধুমাত্র বড় লোকদের জন্য নয়, এবার আপনার আয় কম হলেও পাবেন স্বপ্নের বাড়ি।
210
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য উদ্বোধন করলেন নিজন্ন এবং সুজন্ন প্রকল্পের। আর এই প্রকল্পের মূল লক্ষ্য নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষদের মাথার ওপর পাকাপোক্ত ছাদ তুলে দেওয়া।
310
এর আগেও মমতা সরকার নানান প্রকল্পের উদ্বোধন করেছেন। তেমনই চালু করেছেন বিভিন্ন ভাতা।