মোদীকে টেক্কা! সস্তায় ফ্ল্যাট দিচ্ছে মমতা সরকার, কীভাবে করবেন আবেদন? উদ্বোধন হল নয়া প্রকল্প

Published : Jul 18, 2025, 07:29 AM ISTUpdated : Jul 18, 2025, 07:33 AM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নিজন্ন ও সুজন্ন প্রকল্পের মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য স্বল্প খরচে 1BHK এবং 2 BHK ফ্ল্যাট। লটারির মাধ্যমে বরাদ্দ হবে ১২১০ টি ফ্ল্যাট।

PREV
110

স্বপ্নের ঘরে শুধুমাত্র বড় লোকদের জন্য নয়, এবার আপনার আয় কম হলেও পাবেন স্বপ্নের বাড়ি।

210

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য উদ্বোধন করলেন নিজন্ন এবং সুজন্ন প্রকল্পের। আর এই প্রকল্পের মূল লক্ষ্য নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষদের মাথার ওপর পাকাপোক্ত ছাদ তুলে দেওয়া।

410

এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতো ভাতা চালু আছে। তেমনই কন্যাশ্রী, যুবশ্রীর মতো বিভিন্ন প্রকল্প চালু আছে।

510

এর আগেও স্বপ্নের বাড়ি প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কম খরচে দিচ্ছেন আবাসন।

610

রিপোর্ট অনুসারে, নিজন্ন ৩০০ থেকে ৪১০ স্কোয়ার ফিটের 1BHK ফ্ল্যাট আর সুজন্ন ৬২০ থেকে ৭৩০ স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট আছে। ফ্ল্যাটের সংখ্যা ১২১০টি।

710

বর্তমান বাজার মূল্যের থেকে অনেক কম দামে মিলবে এই সকল ফ্ল্যাট। তবে, লটারির মাধ্যমে বরাদ্দ হবে এই ফ্ল্যাট।

810

ফুড কোর্ট, ক্যাফেটেরিয়া, পার্ক, মর্নিং ওয়াক জোন সবই থাকবে এই কমপ্লেক্সে। বাচ্চাদের জন্য থাকছে আদালা পার্ক।

910

মোট ২৯০ কোটি খরচ হয়েছে এই কমপ্লেক্স তৈরিতে। ফ্ল্যাটের সংখ্যা আছে ১২১০টি। 1 BHK এবং 2 BHK ফ্ল্যাট আছে সেখানে।

1010

বাংলার গরিব থেকে পরিশ্রমী মানুষ জন্য এসেছে এই প্রকল্প। মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্র টাকা না দিলেও আমরা থেমে থাকিনি, আর থামবোও না।’

Read more Photos on
click me!

Recommended Stories