চিংড়িঘাটা উড়ালপুলে বিপজ্জনক ধস, সেক্টর ফাইভমুখী রাস্তায় বড় বড় গর্তে গাড়িচালকদের প্রাণসংশয়

Published : Apr 20, 2023, 11:49 AM ISTUpdated : Apr 20, 2023, 03:21 PM IST
Chingrighata sukanta nagar flyover

সংক্ষিপ্ত

সল্টলেকের সুকান্তনগর চিংড়িঘাটা উড়ালপুলে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সেই গর্তে চাকা পড়ে গেলে কী হবে, সেই সংকটেই প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন গাড়িচালকরা। 

বড় বড় ফাটল ধরেছে সল্টলেকের সুকান্তনগরে চিংড়িহাটা ফ্লাইওভারে। সেই ফাটলগুলিতে চাকা পড়ে গেলে কী হবে, সেই সংকটেই প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন গাড়িচালকরা। বৃহস্পতিবার সকালে সেক্টর ফাইভগামী রাস্তায় একাধিক গর্ত দেখতে পান নিত্যযাত্রীরা। এর ফলে ওই বিপদসংকুল রাস্তায় তৈরি হয়েছে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা। 

বৃহস্পতিবার সকাল থেকে চিংড়িহাটা উড়ালপুল দিয়ে গাড়ির গতি কমিয়ে চলাচল করার নির্দেশ দেওয়া হচ্ছে। ইএম বাইপাস থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী এই সুকান্তনগর চিংড়িঘাটা উড়ালপুল একটি ব্যস্ততম রাস্তা। প্রত্যেক দিন এই রাস্তা ধরে প্রচুর গাড়ি যাতায়াত করে। উড়ালপুলের শেষ প্রান্ত অর্থাৎ সুকান্তনগরের দিকে বড় বড় গর্ত দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই গর্ত মাঝেমধ্যেই রাস্তায় দেখতে পাওয়া যায়।

বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, এই এলাকায় কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ চলছে। ফলে ভারী যন্ত্রপাতি ও মেশিনের ব্যবহার হচ্ছে, সেগুলির দ্বারা উড়ালপুলের ক্ষতি হয়ে গিয়েছে, কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয়েছে। আবার স্থানীয় বাসিন্দাদের অনেকের মতে, এই ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করে। সেই কারণেও এই ঘটনা ঘটে থাকতে পারে। এখন কেএমডিএ-র পক্ষ থেকে উড়ালপুল বন্ধ করে দেওয়া হবে, নাকি উড়ালপুলের একাংশ সাময়িকভাবে বন্ধ রেখে মেরামতির কাজ করা হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি। 

আরও পড়ুন-

Breaking News: তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি
‘মাদক-মুক্ত ভারত’, ২০৪৭ সালের মধ্যে মোদী সরকারের টার্গেট মনে করিয়ে দিলেন অমিত শাহ

Weather News: তীব্র দাবদাহে স্বস্তির খবর, বৃষ্টিতে ভিজবে উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গই

PREV
click me!

Recommended Stories

কোন পথে চাকরিহারা যোগ্য শিক্ষকদের ভবিষ্যত? শুক্রবার প্রকাশিত হবে SSC নবম-দশম ভেরিফিকেশন তালিকা
চিংড়িঘাটায় ৩৬৬ মিটার 'জট' কাটবে? কলকাতা মেট্রো-সহ সবপক্ষকেই বুধবার বৈঠকে বসতে নির্দেশ