দুর্দান্ত খবর! বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, ভাতার জন্য আবেদন করতে প্রয়োজন এই বিশেষ ডকুমেন্ট

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা। সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য ১০০০ টাকা এবং তপশিলিদের জন্য ১২০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০০০ টাকা হতে পারে। রইল আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা এবং আবেদন পদ্ধতি।

Sayanita Chakraborty | Published : Dec 25, 2024 3:39 AM IST
111

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক প্রকল্প চালু করেছেন। রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে দেওয়া হচ্ছে ভাতা।

211

তেমনই শিক্ষার্থীদের আর্থিক সাহায্য থেকে ট্যাব কেনার টাকা দিচ্ছে সরকার। দেওয়া হচ্ছে এক কালীন টাকাও।

311

তেমনই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

411

মমতার লক্ষ্মীর ভাণ্ডার থেকে অনুপ্রাণিত হয়ে একাধি রাজ্যে শুরু হয়েছে এমন প্রকল্প। তার পর থেকেই শোনা যাচ্ছে বাড়ছে ভাতার টাকা।

511

এমনিতে, লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ মহিলাদের ১০০০ এবং তপসিলিদের ১২০০ টাকা করে মেলে। শোনা যাচ্ছে এই টাকার পরিমাণ বেড়ে হবে ২০০০ টাকা। ২০২০৬-র ভোটের আগে এমনই পদক্ষেপ নেমেন মুখ্যমন্ত্রী।

611

তবে, ঠিক কত টাকা বাড়ছে সে প্রসঙ্গে এখনও নিশ্চিত খবর মেলেনি। এদিকে আবার নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে চাইছেন অনেকেই।

711

লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পেতে পারেন দুয়ারে সরকার ক্যাম্প, বিডিও, এসডিও বা কলকাতায় নাগরিক পৌরসভার অফিসে। অথবা অনলাইনে আবেদন করতে পারেন।

811

এই প্রকল্পের জন্য আবেদন করতে প্রয়োজন কয়টি বিশেষ ডকুমেন্ট। এই সকল নথি ছাড়া আপনি আবেদন করতে পারবেন না।

911

আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, SC/ST হলে তার সার্টিফিকেট, ব্যাঙ্কের সিঙ্গেল অ্যাকাউন্ট, রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং মোবাইল নম্বর দরকরা।

1011

তবে, আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট থাকা বাধ্যতা মূলক। সে অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে এবং অ্যাকাউন্টে KYC দেওয়া থাকতে হবে।

1111

আপনার বয়স ২৫ থেকে ৬০-র মধ্যে হতে হবে এবং তার প্রমাণ থাকা প্রয়োজন।

Share this Photo Gallery
click me!

Latest Videos