আরজি করের সন্দীপ ঘোষ ঘনিষ্ট দেবাশিস সোম অসুস্থ , ফরেন্সিক বিশেষজ্ঞ ভর্তি হাসপাতালে

আরজি কর হত্যাকাণ্ড মামলায় নতুন মোড়। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চিকিৎসক দেবাশিস সোম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সিবিআই তদন্তের পরিসরে থাকা দেবাশিসের শারীরিক অবস্থার অবনতি।

অসুস্থ আরজি কর হাসপাতালের ফরেন্সিক বিভাগের চিকিৎসক তথা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ট হিসেবে পরিচিক দেবাশিস সোম। আরজি কর হত্যাকাণ্ড মামলা থেকে শুরু করে আরজি করের আর্থিক দুর্নীতি- দুটি ইস্যুতেই তিনি রয়েছে সিবিআই স্ক্যানারে। গত রবিবার সন্দীপ ঘোষের বাড়িতে যখন সিবিআই তল্লাশি চালিয়েছিল সেই ময় দেবাশিসের বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই -এর একটি দল। বর্তমানে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা গয়েছে তাঁকে।

সূত্রের খবর , রবিবার সকালেই বাড়িতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশিস সোম। তড়িঘ়ড়ি তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে রাখা হয়েছে আইসিইউতে। দেবাশিস সোম ডায়াবেটিক রোগী। রক্তে শর্করার মাত্রায় সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Latest Videos

হাসপাতাল সূত্রের খবর দেবাশিস সোমের শ্বাস-প্রশ্বাসের সমস্যা রয়েছে। সেই কারমেই অস্কিজেন সাপোর্টে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁর শরীরে ক্রিয়েটিনের মাত্র অনেকটাই বেশি । মেডিসিন আর ক্রিটিক্যাল কেয়ারের প্রয়োজন রয়েছে। সেই কারণে হাসপাতালে নিবিড় পরিচর্যায় তাঁকে রাখা হয়েছে।

দেবাশিস আরজি কর হাসপাতালের ফরেন্সিক বিভাগের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত। এই বিভাগের ডেমনস্ট্রেটরের পদে ছিলেন। আরজি কর মেডিক্যাল কলেজ কাউন্সিলের সদস্য। আরজি করের সেমিনার রুমের যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটিতে দেখা গিয়েছে দেবাশিস সোমকে। যদিও সেই ভিডিওতে দেখা যায়নি সন্দীপ ঘোষকে। হাসপাতাল সূত্রের খবর সন্দীপ ঘোষের অত্যান্ত ঘনিষ্ট তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'ওটা আমার জায়গা, ওকে আবার হারাব' তাপসীকে চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari on Tapasi Mondal
‘Mamata Banerjee-কে Bhabanipur-এ হারাবো, ৫ বছর যন্ত্রণা বইবেন!’ মমতাকে কটাক্ষ Suvendu Adhikari-র
Suvendu Adhikari: ‘নন্দীগ্রাম না হলে Mamata Banerjee জীবনেও মুখ্যমন্ত্রী হতেন না, ওঁকে চেনে কে!’
'পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক বেইমান মমতা' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Mamata Banerjee |
'ঠুসে দেব' শুভেন্দুকে পাল্টা মারের হুমকি TMC MLA হুমায়ূন কবীরের | Suvendu Adhikari | Humayun Kabir