বুধবারই নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩ জনকে। এর আগে আরও তিনজন পড়ূয়া ভর্তি ছিলেন হাসপাতালে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। গত ১২ ঘন্টায় জ্বরে আক্রান্ত ১২ জন পড়ুয়া। ৬ জনের ডেঙ্গি সন্দেহ করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত মেলেনি রিপোর্ট। বুধবারই নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩ জনকে। এর আগে আরও তিনজন পড়ূয়া ভর্তি ছিলেন হাসপাতালে। সব মিলিয়ে আতঙ্গিত পড়ুয়া। বিশ্ববিদ্যালয় জুড়ে ডেঙ্গির বারবারন্ত বাড়াচ্ছে চিন্তা। এক্সিকিউটিভ কমিটির বৈঠকে গত রাতে ক্লাস সাসপেন্ডের দাবি তুলেছেন মেডিক্যাল অফিসার। তবে আদৌ ক্লাস সাস্পেন্ড করা হবে কি না সে বিষয় কিছুই জানা যায়নি। সূত্রের খবর ইতিমধ্যেই হস্টেল ছেড়েছেন আবাসিকদের একাংশ।
প্রসঙ্গত, রাজ্যে ডেঙ্গির বারবারন্ত রুখতে এবার কড়া পদক্ষেপ নিবান্ন। সোমবারই নবান্নে সম্পন্ন হয়েছে এই সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং সমস্ত জেলার জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভার কমিশনার এবং স্বাস্থ্যকর্তারা। পুজোর আগে ডেঙ্গির প্রকোপ রুখতে বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় নেওয়া হয়েছে একাধিক সিদ্ধান্তও। সতর্কতামূলক নির্দেশিকা না মানলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যসচিব।
নবান্নের বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে?